Inqilab Logo

বৃহস্পতিবার , ০৫ অক্টোবর ২০২৩, ২০ আশ্বিন ১৪৩০, ১৯ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরী

বন্যার্তদের পাশে দাঁড়ালো অভিনয় শিল্পীসংঘ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২২, ১২:০৪ এএম

বন্যার্তদের পাশে দাঁড়ালেন টেলিভিশন নাটকের অভিনেতা-অভিনেত্রীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। গত বৃহ¯পতিবার নেত্রকোনা জেলার মোহনগঞ্জের রাজাপুর ও ঝিমটি গ্রামের মানুষের মধ্যে খাবার ও জরুরি ওষুধ পৌঁছে দিয়েছে সংগঠনটি। ত্রাণ নিয়ে সেখানে যান সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম, সাধারণ স¤পাদক রওনক হাসানসহ কার্যকরী পরিষদের ঊর্মিলা শ্রাবন্তী কর, মম, মিশু সাব্বির, সুজাত শিমুল, শেখ মেরাজুল ইসলাম, তারভীর মাসুদ প্রমুখ। রওনক হাসান জানান, বন্যাকবলিত জনগোষ্ঠী কী অবর্ণনীয় কষ্টের মাঝে দিন পার করছে, না দেখলে বিশ্বাস করা করা যাবে না। কেনো যেনো মনে হচ্ছে, নিজ চোখে দেখে আসলে আমাদের নিজেদের ও বোধের, ভাবনার জগতে এক বিশাল ইতিবাচক পরিবর্তন আসতে পারে। তিনি বলেন, আমরা আবার যেতে চাই। সবাই যার যার জায়গা থেকে যতটুকু সামর্থ্য আছে, তা নিয়ে বন্যাকবলিত মানুষের পাশে এসে দাঁড়ান। আপনার আমার একটু একটু সহায়তাই সমষ্টিগতভাবে তাদের এই বিপদ মোকাবেলায় সহায়তা করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্যার্তদের পাশে দাঁড়ালো অভিনয় শিল্পীসংঘ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ