Inqilab Logo

বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

‘অনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং’ স্টিভ মার্টিনের শেষ অভিনয় প্রজেক্ট হতে পারে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

গ্র্যামি, প্রাইমটাইম এমি এবং অস্কারজয়ী হলিউডের কমেডি কিংবদন্তী স্টিভ মার্টিনের ভক্তদের জন্য এক হতাশার খবর জানিয়েছেন অভিনেতা নিজেই। পিপল সাময়িকীকে তিনি জানান ‘অনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং’ হতে পারে তার অভিনয়ের শেষ প্রজেক্ট। ‘এই টিভি সিরিজটি শেষ হলে আমি আর কাজ খুঁজব না,’ স্টিভ মার্টিন (৭৬) বলেন, ‘আমি আর ফিল্মের কাজ খুঁজব না। আমি অতিথি ভূমিকা চাই না। এটাই শেষ কথা, অদ্ভুত হলেও।’ ১৯৬৮ সালে ‘দ্য সামার ব্রাদার্স স্মদার্স শো’ সিরিজের কাহিনীকার হিসেবে তিনি ক্যারিয়ার শুরু করেন। আমার পারিবারিক জীবন আছে, যা আসলেই উপভোগ্য। ফিল্মের কাজে এখানে ওখানে যাওয়া আর আমার ভাল লাগে না। আমি পরিবারের কাছে তিন মাসের জন্য অদৃশ্য থাকতে পারি না। পিপল জানিয়েছে, মার্টিন অভিনয় কমিয়ে দিতে চাইলেও আনুষ্ঠানিক অবসর নিচ্ছেন না। অভিনেতা নিশ্চিত করেছেন, তিনি স্ট্যান্ড আপ বা অভিনয় করবেন না ঠিকই, তবে তার অর্থ অবসর নয়। তিনি বলেন, আমি অবসর নেয়ায় খুব আগ্রহী নই। তবে, কাজ কমিয়ে দিতে চাই, হয়তো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘অনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং’ স্টিভ মার্টিনের শেষ অভিনয় প্রজেক্ট হতে পারে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ