মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইয়েমেনে হুতিদের কাছে ইরান ক্ষেপণাস্ত্র দিয়েছে বলে গত বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি যে অভিযোগ এনেছেন তা সমর্থন করছে ফ্রান্স। ফ্রান্স বলেছে, যুক্তরাষ্ট্রের অভিযোগকে তারা আন্তরিকভাবে ও গুরুত্বের সঙ্গে দেখছে। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ মুখপাত্র আলেকজান্দ্রে গিওরগিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্রের বক্তব্যকে গুরুত্বের সঙ্গে নিয়েছি এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরান বিষয়ে পাস হওয়া ২২১৬ এবং ২২৩১ নম্বর প্রস্তাব তেহরান মেনে চলছে কিনা তা খতিয়ে দেখছি। উল্লেখ্য, এসব প্রস্তাবে ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা রয়েছে যার কারণে ইরান কোনো দেশের কাছে অস্ত্র পাঠাতে পারবে না। শনিবার ইয়েমেন থেকে সউদী রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুতি বিদ্রোহীরা। আকাশেই সেই মিসাইল প্রতিহত করতে সক্ষম হয় সউদী বিমান বাহিনী। এই ঘটনায় ইরানকে দায়ী করে আসছে সউদী আরব। এবার তাদের সঙ্গে সুর মিলিয়ে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহŸান জানিয়েছেন জাতিসংঘ নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি। তবে শিয়া হুতি বিদ্রোহীদের সমর্থন দিলেও অস্ত্র দেয়া ও এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইরান। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেন, জুলাইয়ে সউদী আরবে নিক্ষেপ করা হুতিদের মিসাইলও ইরানের তৈরি ছিলো। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।