Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেইমারকে শিক্ষা নিতে হবে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ভালো খেলোয়াড়রা সব সময়ই প্রতিপক্ষের বাড়তি নজরে থাকেন। অনেক সময় অহেতুক ফাউলেরও শিকার হন তারা। নেইমারের মত তারকা খেলোয়াড়রা তাই অনেক সময়ই প্রতিপক্ষের বাজে ফাউলের শিকার হন। কিন্তু এহেন পরিস্থিতিতে মেজাজ বিগড়ে গেলেই বিপদ। নেইমারের ক্ষেত্রে যেমনটা প্রায়-ই দেখা যায়।
নিজেদের শেষ ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়দের উপর ত্যক্ত-বিরক্ত হয়ে ধাক্কা দেয়াই লাল কার্ড দেখতে হয়েছিল ব্রাজিলিয়ান তারকাকে। কিন্তু এমন পরিস্থিতিতে শান্ত থেকে পুরো ব্যাপারটা রেফারির হাতে অর্পন করটাই হলো বুদ্ধিমানের কাজ। ঠিক এই কথাই শিষ্যকে স্বরণ করিয়ে দিলেন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) কোচ উনাই এমেরি, ‘লাল কার্ড দেখার ঘটনা থেকে শিক্ষা নিতে হবে নেইমারকে। তিনি যেন কারো প্ররোচনায় ফাঁদে পা না দেন।’ গত সপ্তাহে মার্সেইয়ের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে লাল কার্ড দেখতে হয়েছে বিশ্বের সবচেয়ে দামী এই ফুটবল তারকাকে।
ভেলোড্রামে অনুষ্ঠিত ২-২ গোলে ড্র করা ম্যাচে দুই দফা হলুদ কার্ড গ্রহণের মাধ্যমে লাল কার্ড দেখতে হয় ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেয়া ব্রাজিলীয় সুপার স্টারকে। আজ নিসের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে পিএসজি কোচ বলেন, ‘একটি প্রক্রিয়ার মাধ্যমে লিগ, ক্লাব এবং রেফারিদের কাছে তিনি গ্রহণযোগ্য হয়ে উঠছিলেন। তবে গত রোববার যা ঘটেছে সেটি থেকে শিক্ষা নিয়ে নিজেকে গড়ে তুলতে হবে নেইমারকে।’
লাল কার্ড দেখার কারণে নেইমার স্বাভাবিকভাবেই প্রাক ডেস প্রিন্সেসে অনুষ্ঠিতব্য পরবর্তী ম্যাচে নিষিদ্ধ থাকবেন। এমেরি বলেন, ‘প্রতিপক্ষের খেলোয়াড়রা একের পর এক তাকে আক্রান্ত করেছে। এমন পরিস্থিতিতে বিষয়টি রেফারি কিভাবে নিয়ন্ত্রণ করছেন সেটিও গুরুত্বপূর্ণ। ম্যাচ শুরুর আগে আমি তাকে বলেছিলাম কোন ধরনের প্ররোচনায় প্রতিক্রিয়া না করতে। কিন্তু মাঠের লড়াইয়ে প্রতিপক্ষের অতিমাত্রার আগ্রাসী কার্যকলাপে তিনি ভারসাম্য হারিয়েছেন। কারণ তিনিও একজন মানুষ। তাই আমাদের সবার উচিৎ ভারসাম্য বজায় রেখে চলা।’
গত আগস্টে প্যারিসে অভিষিক্ত হওয়ার পর দ্বিতীয়বারের মত নিসের বিপক্ষে ম্যাচে খেলতে পারছেননা নেইমার। এর আগে গত মাসে মন্টিফিলারের বিপক্ষে মাঠে নামেননি নেইমার। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। আজ দলে আরো কয়েকটি পরিবর্তন ঘটাতে পারেন এমেরি। কারণটাও স্পষ্ট। চারদিন পরেই চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ। আন্ডারলেখট-এর বিপক্ষে ওই ম্যাচে জয় পেলেই ইউরোপিয়ান শীর্ষ টুর্নামেন্টের শেষ ষোলতে জায়গা নিশ্চিত হবে পিএসজির।
হাঁটুর ব্যাথার কারণে নিসের বিপক্ষে আজ খেলতে পারবেন না মিডফিল্ডার থিয়াগো মোত্তা। রাইট ব্যাকে দানি আলভেস ও থমাস মেয়ানিয়েরের অংশগ্রহণও অনিশ্চিত থাকায় এমেরিকে ওই প্রান্ত নিয়ে একটু ভাবতেই হচ্ছে।
নেইমারের অনুপস্থিতির সুযোগটা কাজে লাগাতে পারবেন ক্লাবের আর্জেন্টাইন তারকা এঞ্জেল ডি মারিয়া। আগস্টের পর দ্বিতীয়বারের মত সেরা একাদশে ঠাই পাবার সুযোগ হবে তার। মারিয়া প্রসঙ্গে পিএসজি কোচ বলেন, ‘খেলার সুযোগ না পাবার কারণে সে খুব একটা খুশি নয়। সে খেলতে চায় এবং প্রতিটি ম্যাচেরই সেরা একাদশে থাকতে চায়। কিন্তু প্রতিদ্ব›দ্বীতা এবং অন্য জনের পারফর্মেন্সের কারণে তিনি সুযোগ পাননা।’
এদিকে নিস হচ্ছে একমাত্র দল যারা ২০১৭ সালে পিএসজিকে হারানোর দক্ষতা দেখিয়েছে। এপ্রিলে অনুষ্ঠিত ম্যাচে তারা ৩-১ গোলে হারায় ফরাসি জায়ান্টদের। অবশ্য চলতি মৌসুমে সংগ্রামের মধ্যে দিয়েই যেতে হচ্ছে লুসিয়ান ফ্যাব্রের দলকে। গত সপ্তাহে নিজেদের মাঠেই তারা ২-১ গোলে হেরে বসে স্ট্রাসবার্গের কাছে। লিগে যা ছিল তাদের তৃতীয় হার। পয়েন্ট টেবিলেও নেই সুবিধাজনক অবস্থানে (১৪তম)। ‘ব্যাড বয়’ খ্যাত মারিও বালোতেল্লি ইতালীয় তারকা জ্বলে উঠলে অবশ্য আবারো হাসতে পারে নিস। এখনো পর্যন্ত ৫ গোল করে নিসের সর্বোচ্চ গোলদাতা বালোতেল্লিই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নেইমার


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ