Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওবামা-হিলারির বিষয়ে তদন্ত করছে রিপাবলিকান কমিটি

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে সম্পাদিত একটি ইউরেনিয়াম চুক্তি এবং হিলারি ক্লিনটনের ইমেইল নিয়ে সমান্তরাল অনুসন্ধান শুরু করার ঘোষণা দিয়েছে কংগ্রেসনাল রিপাবলিকানরা। গত মঙ্গলবার কংগ্রেসের প্রতিনিধি পরিষদের জুডিসিয়ারি কমিটির চেয়ারম্যান বব গুডলটি এবং ওভারসাইট কমিটির চেয়ারম্যান টেরি গাউডি হিলারির ইমেইল তদন্ত নিয়ে অনুসন্ধানের ঘোষণা দেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ সালে ওবামা প্রশাসন একটি বিক্রয় প্রস্তাব অনুমোদন করেছিল তাতে যুক্তরাষ্ট্রে ইউরেনিয়াম সরবরাহের ২০ শতাংশ রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যায়, এটি কীভাবে হয়েছিল তা তদন্ত করে দেখবে যুক্তরাষ্ট্র কংগ্রেসের রিপাবলিকান সদস্যদের একটি কমিটি। অপর দুটি প্যানেল ব্যক্তিগত ইমেইল সার্ভার ব্যবহার নিয়ে হিলারির বিরুদ্ধে এফবিআইয়ের অভিযোগ না আনার সিদ্ধান্তটি পরীক্ষা করে দেখবে। রিপাবলিকানদের এই পদক্ষেপকে ‘মূল বিষয়ে থেকে মনোযোগ সরানোর চেষ্টা’ বলে অভিযোগ করেছে ডেমোক্রেটরা। রিপাবলিকানরা যে দুটি ইস্যুকে তাদের অনুসন্ধানের লক্ষ্য বানিয়েছেন সেই বিষয়ে অনেকদিন ধরেই নালিশ জানিয়ে আসছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার নির্বাচনী প্রচারণার সহযোগীরা গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার কথিত হস্তক্ষেপের সঙ্গে জড়িত ছিলেন কি না তা নিয়ে এখন কংগ্রেসের তদন্তের মুখে আছেন। এই পরিস্থিতিতেই কংগ্রেসনাল রিপাবলিকানরা ওই অনুসন্ধানের ঘোষণা দিল, একেই ‘মূল বিষয়ে থেকে মনোযোগ সরানোর চেষ্টা’ বলছে ডেমোক্রেটরা। সাবেক ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী হিলারির ইমেইল বিষয়ে এফবিআইয়ের তদন্ত নিয়ে ‘সমাধান হয়নি এমন অনেক প্রশ্ন’ আছে বলে অভিযোগ করেন তারা। একইদিন প্রতিনিধি পরিষদের ইন্টেলিজেন্স কমিটির রিপাবলিকান চেয়ারম্যান ডেভিন নুনেস ঘোষণা করেন, তার প্যানেল আমেরিকার পশ্চিমাঞ্চলে খনি পরিচালনাকারী কানাডীয় খনি প্রতিষ্ঠান ইউরেনিয়াম ওয়ানের বিক্রির বিষয়টি অনুসন্ধান করে দেখবে। রয়টার্স,এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবামা

২ নভেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ