বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পদ্মায় তীব্র স্রোতের কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের কাঁঠালবাড়ি নৌপথে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রেখেছে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি)।
আজ শুক্রবার সকাল ১১টা থেকে এই পথে লঞ্চ ও স্পিডবোট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে চালু আছে সাতটি ফেরি।
বাংলাদেশ অভ্যন্তরীণ বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক জসিম উদ্দিন জানান, সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। বন্ধ রাখা হয়েছে সব লঞ্চ ও স্পিডবোট। তবে চারটি রো রো ফেরি ও তিনটি কে-টাইপ ফেরি সীমিত আকারে চলাচল করছে। নদীর দুই পাশের ঘাট এলাকায় আটকে রয়েছে পাঁচ শতাধিক যানবাহন। এর মধ্যে রয়েছে ৮০টি দূরপাল্লার বাস।
বিআইডব্লিউটিএর নৌ ট্রাফিক ইন্সপেক্টর মো. সোলেমান জানান, সকাল থেকে ছোট লঞ্চ বন্ধ রাখা হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় সব লঞ্চ ও স্পিডবোট। যাত্রীদের রো রো ফেরিতে পারাপারের জন্য বলা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।