Inqilab Logo

সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ০৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সাহিত্য

এ সপ্তাহের কবিতা

পারমিতা আলমতোমার চিঠি হলুদ খামের সেই চিঠিটাকতোদিন ধরে পরে আছেহবে হয়তো পঁচিশ ত্রিশ বছর।জানো মিনু, এখন আর কেউ চিঠি লিখে না,মনের গহীন বালুচরের আবেগভরা চিঠি।চিঠির জায়গা দখল নিয়েছে ক্ষুদে বার্তা,ইমো হোয়াট্স অ্যাপ চ্যাট আরো কত কি।মনে পরে মিনু? একদিন চিঠি দেইনি বলেতুমি মরতে বসেছিলেছোটনের কাছে শুনেই আমি ভোঁ দৌড়,তোমার সামনে মাথা নুইয়ে দুঃখ প্রকাশ হাজারবারতবেই মহারানীর মান ভেঙেছিলো।আমাদের সেই ভালোবাসার আবেগগুলো কোথায়?এই সময়ের মানুষগুলোর এতো সময় কই?মূহুর্তেই বদলে ফেলে খোলোশটাকে।লিখেছিলে ভাঙা ভাঙা হাতেপুতুলের বর হারিয়েছে তোমারসেকি কান্নাভেজা চিঠি!আশংকাটা আমিও বোধহয় হারিয়ে...









আর্কাইভ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ