কবি না হলে হয়তো মিথ্যুক হতামপাড়ার মাস্তান হতাম, অলি-গলির ছিচকে চোর হতাম।বাদাম বিক্রেতা হতাম, রাস্তার মুচি হতামবখাটেও হতে পারতাম, না হয়, কুলি-মজুর হতামকবি হতাম না।কবির ঘাড়ে পতাকা থাকে-নষ্ট মানুষ, নষ্ট ফানুস, নষ্ট একটা ছাপ থাকে,কবির কথায় অবিশ্বাসের গন্ধ থাকে, মন্দ থাকেবায়বিয় আরও আরও অনেক কিছু।কবির জাতে জাত মেলে নাকবির হাতে ভাত মেলে নাকবিÑ সে তো কাকের চেয়েও অধম কিছু, এমন কবির অনেক দোষ থাকেআলুর দোষও সঙ্গে থাকে!কিন্তু ক’জন কবির সাথে রাত কাটাল,কবির সাথে দিন কাটালকবিকে কে দেখলো চেয়ে চক্ষু দিয়ে?কাকও...
আমার উৎফুল প্রার্থনার এই প্রিয় বাংলাদেশসুর্যের মতো হলুদ এক ক্ষুদ্র দ্বীপফাগুনের বাতাসের মতো শান্ত প্রকৃতিআকাশে নীল রং বনফুলের বৈচিত্র্য মেলাএক চোখ ধাঁধানো বিষ্ময় চিত্রাবলী।মধুর উদ্দীপক জুই ফুলের সুরভি শেফালীর ঘ্রাণহাজারও হেমন্ত বসন্ত শরতের পাখি কাশফুলনক্ষত্রের জাগরণে প্রস্ফুটিত বৃক্ষরা খেলা করেবৈশাখের...