একটি সুসংবাদের জন্য অপেক্ষা
কখনো যুদ্ধ, কখনো ঝড়-ঝাপটা, মহামারী, ভূমিকম্প, জলোচ্ছ্বাস এসব নিয়েই এগিয়ে চলেছি আমরা। বসন্ত, ম্যালেরিয়া, ডায়েরিয়া, প্লেগ, উলাওঠা, ডেঙ্গু, মার্স, সার্স আরও কত রকম রোগ-শোকে বিশ্বের একেক অঞ্চল একেক সময় উজাড় হয়েছে; ভীত হয়েছে জনপদ। অনেকবার অনেক কিছুতেই শঙ্কিত হতে হয়েছে আমাদের। সংকট আসে, সংকট আবার চলেও যায়। কষ্টগুলো বহুদিন ধরে আঁকড়ে থাকে না। কিছুটা ভোগায়; কিছু জীবন কেঁড়ে নেয়। আবার শান্তি ফিরে আসে। এইতো চলছে।করোনা সংকটে শত ভয়ের মাঝেও অনেক সুখবর কানে আসে। আশা জাগে মনে। এরই মধ্যে করোনার ঔষধ,...