Inqilab Logo

সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

চিঠিপত্র

| প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

এই ছুটি দায়িত্ব রক্ষার

অদৃশ্য মরণঘাতকের কাছে মানুষ কতোটা অসহায়, তা বুঝিয়ে দিল ‘করোনা’। মানুষের জীবন রক্ষায় ভাইরাসটির বিরুদ্ধে সচেতনতামূলক পদক্ষেপ হিসেবে ২৫ মার্চ প্রথম সাধারণ ছুটি ঘোষিত হয়। প্রথম দফা ছুটি শেষ হওয়ার আগে আবার ছুটি বাড়ানো হয়। এরপর পর্যায়ক্রমে ছুটি বাড়িয়ে ২৫ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সরকারের এ ছুটি মূলত করোনাভাইরাস থেকে মুক্ত থাকতে। এই ছুটি নয় উৎসবের, নয় অবকাশ যাপনের। এই ছুটির পরতে পরতে রয়েছে উৎকণ্ঠা, আতঙ্ক, দুশ্চিন্তা। এই ছুটি সার্বক্ষণিকভাবে কর্তব্য পালনের ছুটি, এ অবকাশ দায়িত্বশীলতার। পরিবারের প্রতিটি সদস্যের কল্যাণ সাধনের জন্য প্রতিটি দিন সক্রিয়তার, সচেতনতার। নানা আতঙ্ক ও গুজব মোকাবেলায় ব্যক্তি উদ্যোগের, প্রচার ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার। এই ছুটি এসেছে ভোগের জন্য নয়, দুঃসময়কে রুখে দেওয়ার কৌশলের অংশ হিসেবে। মানুষকে বিচ্ছিন্ন না করতে পারলে এই ভাইরাসের বিস্তৃৃতি রোধ করা যাবে না। আমরা যদি সতর্ক ও সচেতন থাকি, সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করি তাহলে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ভাইরাসটি আমাদের তেমন ক্ষতি করতে পারবে না। অতএব, ছুটিতে সবাই ঘরে থাকবেন নিজের ও পরিবারের সুরক্ষার স্বার্থে, এটাই প্রত্যাশিত।
মো. রাশিদুল ইসলাম
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন