রাত্রীর যাত্রী নিয়ে পরিচালকের আশাবাদ
হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘রাত্রীর যাত্রী’ সিনেমার কাজ প্রায় শেষ। এখন ডাবিং চলছে। এই মাসেই ডাবিং শেষ হবে। নতুন বছরের শুরুতে সিনেমাটি মুক্তি পাবে বলে জানান পরিচালক। এতে অভিনয় করেছেন মেীসুমী, আনিসুর রহমান মিলন, এটিএম শামসুজ্জামান, সালাউদ্দিন লাভলু, অরুনা বিশ্বাস, শহীদুল আলম সাচ্চু, আশরাফ কবির, মারজুক রাসেল, নায়লা নাইম, তানিয়া রিতু, সাদিয়া আফরিন, ম. আ. সালাম, সোনিয়া হোসেন, মুক্তা হাসান, সহ অনেকে। সিনেমাটিতে তিনটি গান রয়েছে। গানগুলোতে কন্ঠ দিয়েছেন, আসিফ আকবর, লেমিস, রুবাইযাত জাহান। পরিচালক জানান, ৬৮ হাজার গ্রামের মানুষের...