প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সুলোচনা ওরফে সুলু (বিদ্যা বালান) মুম্বাইয়ের এক গৃহবধূ। তার স্বামী সেলস ম্যানেজার অশোক আর ১১ বছরের ছেলে প্রণবকে নিয়ে তার সংসার। সারা দিন সে আনন্দে নিজেকে আর সংসারকে মাতিয়ে রাখে। প্রিয় রেডিও স্টেশনের যত সম্ভব প্রতিযোগিতায় অংশ নেয় আর জিতেও যায়। একবার সে একটি প্রেশার কুকার জেতে। ভাবতেও পারেনি সেই রেডিও স্টেশনে গিয়ে তার জীবনটা আমূল বদলে যাবে। ঘটনার পরম্পরায় সে আরজে’র (রেডিও জকি) চাকরি পেয়ে যায়। আর যেমন তেমন আরজে নয় সে। রাত্রিকালীন কাজ তার। অদ্ভুত সব অজানা মানুষের সঙ্গে ফোনে কথা বলতে হয় তাকে। তার ভক্তদের অধিকাংশই নিঃসঙ্গ, শুধু তার কণ্ঠ শুনতে আগ্রহী তারা। কিন্তু ক্ষণিকের জন্য হলেও তার পেশাগত হতাশার শিকার স্বামী আর ইঁচড়ে পাকা ছেলেটির কথা ভুলে যায় সে। আর তার অজান্তে স্কুলে তার ছেলেটি কোনও এক মতলব এঁটেছে। এখন কী করবে সে, তার নতুন অভিজ্ঞতাকে কি সে আঁকড়ে থাকবে?
হলিউড শীর্ষ পাঁচ
১ জাস্টিস লিগ
২ ওয়ান্ডার
৩ থর : র্যাগনারক
৪ মার্ডার অন দি ওরিয়েন্ট এক্সপ্রেস
৫ ড্যাডি’জ হোম টু
বলিউড শীর্ষ পাঁচ
১ তুমহারি সুলু
২ আকসার টু
৩ কারিব কারিব সিঙ্গল
৪ শাদি মে জরুর আনা
৫ ইত্তেফাক
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।