Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার বিদেশি নির্মাতা নিয়ে মিউজিক ভিডিও

| প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: এবার বিদেশি নির্মাতা ও মডেল নিয়ে মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। সঙ্গীতশিল্পী আর্শিনা প্রিয়ার একটি গানের মিউজিক ভিডিও বিদেশিদের দিয়ে নির্মিত হয়েছে। গত ১৯ নভেম্বর আর্শিনা প্রিয়ার অফিসিয়াল ইউটিউবে ‘নাচো সব ভুলে’ শিরোনামে গানের মিউজিক ভিডিওর টিজার প্রকাশ করা হয়েছে। টিজারে লেখা আছে আর্শিনা প্রিয়ার কোরিওগ্রাফীতে গানের মিউজিক ভিডিও নির্মান করেন বলিউড ডিরেক্টর ডেবি ডিয়ার, ক্যামেরায় ছিলেন ইয়ন ইসমিত। বিগবাজেটের মিউজিক ভিডিওতে শূটিং হয়েছে কানাডার টরন্টোতে। ভিডিওতে আর্শিনা প্রিয়ার পাশাপাশি মডেল হয়েছেন বিদেশী ৮ জন ড্যান্সার। গানটি লিখেছেন মেহেদি হাসান লিমন। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন প্রতীক হাসান। আর্শিনা প্রিয়া বলেন, গত ১৪ ফেব্রæয়ারি আমার ইউটিউব চ্যানেলে প্রথম মিউজিক ভিডিও এপি শিরোনামে প্রকাশ করেছিলাম। সেই মিউজিক ভিডিও খুব প্রশংসা পেয়েছিলাম। সেই ধারাবাহিকতায় আমার প্রথম অ্যালবামের আরেকটি গান আবার মিউজিক ভিডিও করার উদ্যেগ নিয়েছি। থার্টি ফাস্ট নাইট উপলক্ষে ২৬ ডিসেম্বর ফুল মিউজিক ভিডিও প্রকাশ করা হবে। কানাডা একটি মাল্টিকালচারাল দেশ, অনেক ভাষাভাষীর মানুষ থাকে, তাই সবাই মিলে কাজটি করার উদ্দেশ ছিল। প্রিয়া বললেন, এখন আমি থাকি যুক্তরাষ্ট্রে থাকি। নিজের কাজের ফাঁকেই গানের চর্চাটা চালিয়ে যাচ্ছি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিউজিক ভিডিও


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ