Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র যাকাত

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মানুষ, মানবতা এবং যাকাতের গল্প নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘যাকাত’। সত্য এবং বাস্তব ঘটনা নিয়ে তৈরি ‘যাকাত’ নির্মাণ করেছেন পরিচালক শাহ আলম মন্ডল। এতে অভিনয় করেছেন মাসুম আজিজ, ডলি জহুর, শম্পা হাসনাইন, বড়টা মিঠু, আ খ ম হাসান সহ অনেকে। পরিচালক শাহ আলম মন্ডল বলেন, ‘সাধারণ মানুষের জীবনের সাথে মিশে যাওয়া সত্য ও বাস্তব গল্পে নির্মাণ করেছি ‘যাকাত’। যাকাতের কাপড় নিয়ে গিয়ে গরীব দুঃখী মানুষ যেভাবে পদপিষ্ট হয়, এবং কষ্ট ও মৃত্যুর সম্মুখীন হয়, তা প্রতি বছর ঘটছে। আমার দায়িত্ববোধ থেকে যাকাত সিনেমাটি নির্মাণ করেছি। অনেক গুছিয়ে কাজ শেষ করতে পেরেছি। তাছাড়া গল্পের প্রয়োজয়ে গুণী এবং পরিণত শিল্পীরা অভিনয় করেছেন। যার কারণে প্রতিটি সিকোয়েন্স জীবনঘনিষ্টভাবে ফুটিয়ে তুলেছেন শিল্পীরা। ইতোমধ্যে চলচ্চিত্রটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। উম্মে কুলসুম কুসুমের গল্পে যাকাতের সংলাপ লিখেছেন মাসুম আজিজ। এটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাভিশনে প্রচার হবে বলে জানা যায়। উল্লেখ্য, শাহ আলম মন্ডলের মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ‘আপন মানুষ’ এর সাফল্যের পর আগমী বছরের শুরুতে তার ‘সাদা কালো প্রেম’ সিনেমাটি মুক্তি দেয়ার আশা প্রকাশ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ