Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাস্টিস লিগ

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

য্যাক স্নাইডার পরিচালিত সুপারহিরো অ্যাকশন অ্যাডভেঞ্চার ফিল্ম ‘জাস্টিস লিগ’। ‘ডন অফ দ্য ডেড’ (২০০৪), ‘থ্রি হান্ড্রেড’ (২০০৭), ‘ওয়াচমেন’ (২০০৯), ‘সাকার পাঞ্চ’ (২০১১), ‘ম্যান অফ স্টিল’ (২০১৩) এবং ‘ব্যাটম্যান ভি সুপারম্যান : ডন অফ জাস্টিস’ (২০১৬) স্নাইডার পরিচালিত চলচ্চিত্র। এটি ‘ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্স’ সিরিজের পঞ্চম চলচ্চিত্র। সুপারম্যান (হেনরি ক্যাভিল) আর হুমকি নয় জেনে জানা সময়-পরিসর ডাইমেনশনের বাইরের জগত অ্যাপোকলিপ্সের এক অশুভ আট ফুট দীর্ঘ যোদ্ধা স্টেপেনউল্ফ (চিয়ারান হাইন্ডস) পৃথিবীর দিকে তার দৃষ্টি ঘোরায়। সুপারম্যানের পৃথিবীর যুদ্ধ থেকে সরে থাকার সিদ্ধান্তের পর ব্রুস ওয়েন ওরফে ব্যাটম্যান (বেন অ্যাফ্লেক) একাই এই পরম শত্রুকে মোকাবেলা করবে বলে ঠিক করে। তার সঙ্গে দল বাঁধে ডায়ানা প্রিন্স ওরফে ওয়ান্ডারউওম্যান (গাল গাদোত); তাকে সাইবর্গ (রে ফিশার), আ্যাকুয়াম্যান (জেসন মোমোয়া) এবং দ্য ফ্ল্যাশকে (এজরা মিলার) খুঁজে বের করার দায়িত্ব দেয়া হয়। কিন্তু এই দল কি ভয়ানক সেই শত্রু মোকাবেলা করার জন্য যথেষ্ট? স্টেপেনউল্ফ যখন তার দলকে বড় করে তখন কি সুপারম্যান জাস্টিস লিগে যোগ দেবে?



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ