প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নির্মিত হয়েছে খন্ড নাটক অদ্ভুত মায়াজাল। সৈয়দ ইকবালে রচনায় এটি পরিচালনা করেছেন কাজী সাইফ আহমেদ। এতে অভিনয় করেছেন ইমন, বাঁধন, রুহী, পীরজাদা, লুনা খান প্রমুখ। প্রায় তিনমাস পর অভিনয়ে ফিরলেন অভিনেত্রী বাঁধন। ইমনের সঙ্গে জুটি হয়ে অভিনয়ের মাধ্যমে ফিরলেন তিনি। বাঁধন বলেন, ‘তিনমাস পর ক্যামেরার সামনে দাঁড়ালাম। এখন থেকে ফের নিয়মিত কাজ করব। নাটকের গল্পটা দারুণ।’ ইমন বলেন, ‘আসলে গল্প পছন্দ না হলে তেমন নাটকে অভিনয় করা হয় না। সেইদিক থেকে ‘অদ্ভুত মায়াজাল’ একটি অন্যরকম গল্প। নাটকের শেষে অন্যরকম একটা চমক রয়েছে।’ নৃত্যশিল্পী ও অভিনেত্রী রুহী বলেন, ‘আমি মূলত নৃত্যশিল্পী হলেও মডেলিং এবং অভিনয় করি। তবে সেটা অবশ্যই বেছে বেছে। আমার ক্যারেক্টার এবং গল্প পছন্দ না হলে কাজ করি না। সেই দিক থেকে ‘অদ্ভুত মায়াজাল একটি অন্যরকম একটি গল্প এবং আমার চরিত্রটি অসাধারণ। মজা পেয়েছি কাজটি করে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।