Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউটিউবে চন্দন সিনহার মিউজিক ভিডিওর সাফল্য

| প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: ইউটিউবে খুব অল্প সময়ে মিলিয়ন দর্শক ছুঁতে চলেছে চন্দন সিনহার গাওয়া নতুন গান ‘আঙুল ছুঁয়েছে আঙুল তোমার’। কবির বকুলের লেখা গানটির সুর করেছেন সিঁথি সাহা। চন্দন সিনহার সাথে গানটির সহশিল্পী হিসেবে গেয়েছেন সিঁথি সাহা। তানিম রহমান অংশু নির্মান করেছেন ভিডিওটি। কবির বকুল বলেন,‘ভালো কথা ও সুরের চাহিদা আসলে সব সময়ই থাকে, সেটিই আবার প্রমাণিত হলো। চন্দন সিনহা নিভৃতচারী এক গুণীশিল্পী। গানটি লেখা থেকে শুরু করে এর ভিডিওচিত্র পর্যন্ত নান্দনিকতার ছোঁয়া রয়েছে।’ চন্দন সিনহা বলেন, ‘আমি দর্শকদের ভিউ গোনায় বিশ্বাসী নই। তবে এই মাধ্যমকে অস্বীকার করারও কোনো উপায় নেই। সেক্ষেত্রে চেষ্টা করেছি, গানটির কথা সুরকে ছাপিয়ে যেন কোনো দৃষ্টি কটু দৃশ্যায়ণ না হয়। অংশুও কাজটি খুব ভালো করেছে। চারদিক থেকেই খুব ভালো রেসপন্স পাচ্ছি।’ উল্লেখ্য, গানচিলের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত এই গানটি প্রথমবারের মতো আনজাম মাসুদের ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’ এ প্রচার হয়। এরপরেই গানটির নতুন মিউজিক ভিডিও তৈরির পরিকল্পনা করা হয়।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ