Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাত্রীর যাত্রী নিয়ে পরিচালকের আশাবাদ

আশিক বন্ধু: | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘রাত্রীর যাত্রী’ সিনেমার কাজ প্রায় শেষ। এখন ডাবিং চলছে। এই মাসেই ডাবিং শেষ হবে। নতুন বছরের শুরুতে সিনেমাটি মুক্তি পাবে বলে জানান পরিচালক। এতে অভিনয় করেছেন মেীসুমী, আনিসুর রহমান মিলন, এটিএম শামসুজ্জামান, সালাউদ্দিন লাভলু, অরুনা বিশ্বাস, শহীদুল আলম সাচ্চু, আশরাফ কবির, মারজুক রাসেল, নায়লা নাইম, তানিয়া রিতু, সাদিয়া আফরিন, ম. আ. সালাম, সোনিয়া হোসেন, মুক্তা হাসান, সহ অনেকে। সিনেমাটিতে তিনটি গান রয়েছে। গানগুলোতে কন্ঠ দিয়েছেন, আসিফ আকবর, লেমিস, রুবাইযাত জাহান। পরিচালক জানান, ৬৮ হাজার গ্রামের মানুষের সিনেমা হবে রাত্রীর যাত্রী। যেভাবে দেশ বিদেশের সিনেমাপ্রেমী মানুষ ফেসবুকে, অনলাইনে তাদের নিজের সিনেমা মনে করে ‘রাত্রীর যাত্রীকে’ প্রচার করছে, জেলা-উপজেলায় ক্যাম্পেইন করছে, এটাই সিনেমাটির বড় শক্তি। মুক্তির আগেই সিনেমাটির প্রতি মানুষের যে ভালবাসা তৈরি হচ্ছে, তা সিনেমাটির সাফল্যে বড় সহায়ক ভুমিকা পালন করবে। পরিচালক বলেন, ‘এখন চলচ্চিত্রে দুর্দিন চলছে। এই কঠিন সময়ে রাত্রীর যাত্রী নির্মাণ করেছি। আমি আশাবাদী, মিল-অমিলের গরমিল সময়ে সবাই সিনেমার জন্য আরো নিবেদিত হবে। ‘রাত্রীর যাত্রী’ সবার সিনেমা। মানুষ আন্তরিকতার সাথে এগিয়ে আসছে এর প্রচার প্রসারে। প্রত্যেক জেলা থেকে নিজেরাই কমিটি করে, সিনেমাটির ফ্যান ক্লাব লেখালেখি করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ