Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মালেক আফসারীর চ্যালেঞ্জঃ অন্তর জ্বালা সুপারহিট না হলে সিনেমা ছেড়ে দেবেন!

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

চলচ্চিত্রে সফল পরিচালকদের মধ্যে যে কয়জন রয়েছেন, মালেক আফসারী তার মধ্যে অন্যতম। তার সিনেমা মানে ভিন্ন কিছু এবং তা ব্যাপকভাবে দর্শকপ্রিয় হয়। এ পর্যন্ত যে ২৩টি সিনেমা নির্মাণ করেছেন, তার সব কয়টিই দশর্কপ্রিয়তা পেয়েছে। সামাজিক, রোমান্টিক, অ্যাকশনসহ প্রায় চাহিদা সম্পন্ন সব ধরনের সিনেমা তিনি নির্মাণ করেছেন। তার নতুন সিনেমা অন্তর জ্বালা। জায়েদ খান ও পরীমণিকে জুটি করে সিনেমাটি নির্মাণ করেছেন। এ সিনেমা নিয়ে মালেক আফসারীর আশাবাদের অন্ত নেই। তিনি এতটাই আত্মবিশ্বাসী যে, সিনেমাটি সুপারহিট হবে বলে আগাম ঘোষণা দিয়েছেন। শুধু তাই নয়, সুপারহিট না হলে সিনেমা ছেড়ে দেয়ার চ্যালেঞ্জও দিয়েছেন। চলচ্চিত্রের মন্দা বাজারে তার এই চ্যালেঞ্জ চমকপ্রদই বটে। তার এই চ্যালেঞ্জের কারণ কি? তার ব্যাখ্যা দিলেন তিনি। তিনি বলেন, একজন পরিচালকের সিনেমা হিট হওয়ার মূলধন হচ্ছে ভালো গল্প। এর সঙ্গে কে কোন চরিত্রে অভিনয় করবে তার সঠিক শিল্পী নির্বাচন করা। অন্তর জ্বালায় জায়েদ খানকে নেয়া যেমন চ্যালেঞ্জ ছিল, তেমনি তাকে চরিত্রানুগ করে তুলতে সফল হয়েছি। এটা নিশ্চিত করে বলতে পারি, জায়েদ খানের অভিনয় দেখে দর্শক বার বার কাঁদবেন। সিনেমাটি দেখে যখন দর্শকরা হল থেকে বের হবেন, তখন মনের মধ্যে একটা জ্বালা অনুভব করবেন। তিনি বলেন, এই সিনেমায় আমি শতভাগ সঠিক সিদ্ধান্তে শিল্পী নির্বাচন করেছি। প্রতিটি শিল্পী তাদের ক্যারিয়ারে সেরা অভিনয় করেছেন। এদিকে সিনেমাটি মুক্তির আগেই আফসারী নতুন দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। একটি জায়েদ খান প্রযোজিত এক কয়েদীর ডায়েরি। অন্যটি পরীমণি প্রযোজিত। সিনেমা দুটির নির্মাণ কাজ অন্তর জ্বালার মুক্তির পর শুরু হবে। যদি তার চ্যালেঞ্জ মতো অন্তর জ্বালা সুপারহিট না হয়, তবে কি তিনি নতুন সিনেমা নির্মাণ বন্ধ এবং সিনেমা ছেড়ে দেবেন? এমন প্রশ্নের জবাবে আফসারী বলেন। সিনেমা করবো কী করবো না, সেটা অন্তর জ্বালার মুক্তির পর দেখতে পাবেন সবাই। আমাকে নতুন সিনেমার চেক দেয়া হয়েছে। কিন্তু আমি এখনো টাকা তুলিনি এ কারণে যে চ্যালেঞ্জের ফলাফল দেখার জন্য। তাদেরকে শর্ত দেয়া আছে, অন্তর জ্বালা হিট হবে তারপর নতুন সিনেমা বানাবো। নইলে সিনেমা নির্মাণ থেকে বিদায় নেব। তিনি বলেন, এমন ওয়াদা আমি জীবনে ২৩ বার করেছি। ২৩ বারই সফল হয়েছি। আমার ২৩টি সিনেমা হিট হয়েছে। মনগড়া নয়, আমার আত্মবিশ্বাস থেকেই কথাটা বলেছি। উল্লেখ্য, অন্তর জ্বালা মুক্তি পেতে যাচ্ছে ১৫ ডিসেম্বর। সিনেমাটি প্রযোজনা করেছে জায়েদ খানের প্রযোজনা সংস্থা জেড কে ফিল্মস। পরিবেশনা করছে নায়ক মান্নার প্রযোজনা সংস্থা কৃতাঞ্জলি কথাচিত্র।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ