প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন রিপোর্ট: ‘জয় হোক মানুষের ক্ষয় হোক দুর্বৃত্তের’ শ্লোগানে নিয়ে শুরু হয়েছে বাংলাদেশ পথনাটক পরিষদের উদ্যোগে নিয়মিত শীতকালীন পথনাটক অভিনয় কর্মসূচি। গতকাল বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচির উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, গ্রæপ থিয়েটার ফেডারেশানের সভাপতিমন্ডলির সদস্য ঝুনা চৌধুরী। সভাপতিত্ব করেন পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে পাঁচটি নাটকের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ১৯৯২ সালে প্রতিষ্ঠালাভের পর থেকে বাংলাদেশ পথনাটক পরিষদ প্রতি বছর শীত মৌসুমের সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার পথনাটক প্রদর্শনীর আয়োজন করে আসছে। ১ মে পর্যন্ত এ পদর্শনী চলবে। শুরু থেকে এই প্রদর্শনী রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হলেও গত বছর সংগঠনের রজত জয়ন্তী উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হয়। এ বছরও কেন্দ্রীয় শহীদ মিনারের পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।