Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরে সাজেদা চৌধুরীর গাড়ি বহরে হামলা

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৭, ৭:৫৪ পিএম

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা মোড়ে জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর গাড়ি বহরে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল ৩টার দিকে সংসদ উপনেতা ঢাকা থেকে ফরিদপুরের সালথা উপজেলার রসূলপুর গ্রামে নিজ বাড়িতে যাওয়ার পথে তালমার মোড়ে এ ঘটনা ঘটে।

ইটের আঘাতে গাড়ি বহরের সামনে থাকা সহকারী পুলিশ সুপার (সার্কেল) এর গাড়ির কাঁচ ভেঙে যায় বলে জানা গেছে। সংসদ উপনেতা ও তার ছেলে আয়মন আকবর বাবলু চৌধুরীকে বহনকারী গাড়িতেও ইটের আঘাত লেগেছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

নগরকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংসদ উপনেতা ও তার ছেলে সুস্থ আছেন। ধারণা করা হচ্ছে- ব্যক্তিগত দ্বন্দ্বে কেউ এ হামলা চালিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ