Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

অভিনয়ে একদশক পেরিয়ে জাকিয়া বারী মম

| প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

অভি মঈনুদ্দীন : ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর ২০০৭ সালে তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্যদিয়ে অভিনয়ে মম’র যাত্রা শুরু হয়। এই চলচ্চিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন তিনি। দেখতে দেখতে অভিনয় জীবনের পথচলায় এক দশক পূর্ণ করেছেন মম। অভিনয়ের পথচলায় দীর্ঘ এক দশক পূর্ণ প্রসঙ্গে মম বলেন ‘দর্শকের কাছ থেকে যে ভালোবাসা ও সম্মান পেয়েছি, এর চেয়ে বড় অর্জন, প্রাপ্তি আর কিছুই হতে পারেনা। এটাই এই জীবনের বড় সার্থকতা। এভাবে আমি আরো বহু বছর কাজ করে যেতে চাই।’ মম এখন বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করছেন। এর মধ্যে অরুণ চৌধুরী পরিচালনাধীন ‘আলতাবানু’র নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি। পাশাপাশি তিনি শেষ করেছেন তানিম রহমান অংশু’র ‘স্বপ্নবাড়ি’ চলচ্চিত্রের কাজ। দুটো চলচ্চিত্রে তার বিপরীতে আছেন আনিসুর রহমান মিলন। ‘আলতাবানু’ প্রসঙ্গে মম বলেন, ‘এটি এমন একটি চলচ্চিত্র যা দর্শক এক বসাতেই উপভোগ করবেন। সহজে বলতে গেলে বলা যায় এটি একটি ভালো চলচ্চিত্র। ‘স্বপ্নবাড়ি’ও ঠিক তাই। দুটো চলচ্চিত্র নিয়ে আমি ভীষণরকম আশাবাদী। আমি চেষ্টা করেছি আমার চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তুলতে।’ অভিনয় করতে করতে কী নির্দেশক হবার স্বপ্ন মনে উকি দেয় কী? মৃদু হেসে মম বলেন, ‘আমি এতো মেধাবী কেউ নই। আমি খুব স্পষ্ট ভাষায় বলতে চাই যে আমাদের এখানে যারা নাটক টেলিফিল্ম নির্মাণ করেন তারা নিঃসন্দেহে অনেক মেধাবী। কারণ তারা এতো কম বাজেটের মধ্যে কতো চমৎকারভাবে একটি পূর্ণ গল্প দর্শকের সামনে তুলে ধরেন। তাই নিদের্শকদের প্রতি আমার অনেক শ্রদ্ধা। সেইসাথে সহমর্মিতাও রয়েছে। কারণ তারা কঠিন বাস্তবতার মধ্যদিয়ে স্বল্প বাজেটে নাটক নির্মাণ করেন। সত্যিই এ এক অন্যরকম চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ আমার পক্ষে নেয়া সম্ভব নয়। তাই নিদের্শকদের আমি স্যালুট জানাই।’ ব্যক্তিজীবন কেমন যাচ্ছে? এমন প্রশ্নের জাবাবে মম বলেন ‘ব্যক্তি জীবনইতো নেই আমার। সকালে ঘুম থেকে উঠে শূটিং-এ যাই, শূটিং শেষে বাসায় ফিরে ঘুমিয়ে পড়ি। অভিনয় জীবনটাই আমি দারুনভাবে উপভোগ করছি। এর বাইরে আমি অতি সাধারণ একজন মানুষ। একজন সাধারণ বাঙ্গালী মেয়ে। খুব সাদামাটা জীবন আমার।’



 

Show all comments
  • Ratan datta ৬ অক্টোবর, ২০১৭, ৯:২৫ এএম says : 0
    Very nice........................................
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিনয়


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ