প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিদ্যা সিনহা মিমের ব্যস্ততা আগের চেয়ে বেড়ে গেছে। তার এ ব্যস্ততা শুটিংয়ের চেয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্বোধন ও স্টেজ শোতে পারফর্ম করা নিয়ে। গত সপ্তাহে তিনি একটি প্রতিষ্ঠানের ফটোশুটে ও একটি প্রতিষ্ঠানের অনুষ্ঠানে অংশ নেন। গতকাল নারায়ণগঞ্জের চাষারাতে একটি নতুন প্রতিষ্ঠানের উদ্বোধন করেন। আগামী ৯ ও ১২ সেপ্টেম্বর দু’টি স্টেজ শো’তেও অংশ নিবেন তিনি। বিদ্যা সিনহা মিম বলেন, ‘এটা সত্যি বছরজুড়েই আমাকে বিভিন্ন প্রতিষ্ঠানের নানা ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হয়। আবার স্টেজ শো’তেও অংশ নিতে হয়। এখন এ ব্যস্ততা বেড়েছে পরাণ সিনেমার সাফল্যের পর। ঈশ^রের কাছে অসীম কৃতজ্ঞতা যে, তিনি আমার উপর সবসময় সহায় থাকেন। আমার বাবা মায়ের আশীর্বাদ, ভক্ত দর্শকের দোয়া ভালোবাসা নিয়ে আমি আগামীর পথে এগিয়ে যেতে চাই। সবচেয়ে বড় কথা, পরাণ সিনেমাটি দেখতে এখনো দর্শক হলে হলে যাচ্ছে। পরাণ দেখে চলচ্চিত্রের আরেকটি মাইলফলক সিনেমায় পরিণত করেছেন তারা। এজন্য দর্শকের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। কারণ, দর্শকই পারে একটি সিনেমার হিসেব-নিকাষ বদলে দিতে। পরাণ হলে হলে দর্শকের যে জোয়ার সৃষ্টি করেছে, তা এখনো অব্যাহত। এই জোয়ার বছরজুড়ে থাকুক, কিংবা তারও পরে অব্যাহত থাকুক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।