Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিকাশের শুভেচ্ছাদূত মাশরাফি

| প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম


স্পোর্টস রিপোর্টার : মাশরাফি বিন মুর্তজা- বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন। খ্যাতি আর ব্যক্তিত্বের কারণে প্রায়ই তাকে অ্যাম্বাসেডর বানিয়ে দলভুক্ত করে বিভিন্ন প্রতিষ্ঠান। এবার এই কাজ করেছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান বিকাশ। জনপ্রিয় প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। এখন থেকে প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বিকাশের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিষ্ঠানটির মূল্যবোধ প্রসারে নানাবিধ প্রচারণামূলক কার্যক্রমে অংশ নেবেন তিনি।
‘চেঞ্জ দ্যা ওয়ার্ল্ড’-এ সংখ্যা দিক থেকে পৃথিবীকে বদলে দেওয়া সেরা ৫০টি কোম্পানির মধ্যে স¤প্রতি ২৩তম স্থান দখল করে নিয়েছে ব্র্যাক ব্যাংকের প্রতিষ্ঠান বিকাশ। মানুষের দৈনন্দিন প্রয়োজনে ব্যবহৃত হওয়ার পাশাপাশি বিকাশ অবদান রাখছে স্বাস্থ্যসেবা ও শিশু শিক্ষাক্ষেত্রে বিনিয়োগেও। এটি উল্লেখ করে ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত এই ক্রিকেটার বলেন, ‘দেশের সাধারণ মানুষকে আর্থিক সেবার আওতায় নিয়ে আসার ক্ষেত্রে বিকাশের প্রচেষ্টার সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। বিকাশ শুধু মানুষের দৈনন্দিন বা জরুরি প্রয়োজনেই পাশে থাকছে তা নয় বরং স্বাস্থ্যসেবা এবং শিশু শিক্ষাক্ষেত্রে বিনিয়োগেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিকাশ তার কাজের স্বীকৃতি স্বরূপ স¤প্রতি ফরচুন ম্যাগাজিনের ‘চেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ সংখ্যায় বিশ্বকে বদলে দেওয়া সেরা ৫০টি কোম্পানির মধ্যে ২৩তম স্থান করে নিয়েছে। এই ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সত্যিই গর্বিত।’
বিকাশের পাশে মাশরাফিকে পেয়ে স্বভাবতই আনন্দিত প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির। উচ্ছ¡াস প্রকাশ করে তিনি বলেন, ‘মাশরাফি শুধু খেলার মাঠেই সফল নয়, বরং একজন অনুকরণীয় ব্যক্তিত্ব। তিনি লাখ লাখ বাংলাদেশিদের সামনে একজন আইকন। তার সততা, আবেগ, বিনয় এবং হার-না-মানা সংকল্প দেশের সাধারণ জনগোষ্ঠীকে সহজ, দক্ষ এবং নিরাপদে মোবাইল আর্থিক সেবা দিতে বিকাশের প্রতিশ্রæতি ও মূল্যবোধের সঙ্গে চমৎকারভাবে মিলে যায়। আর্থিক অন্তর্ভুক্তির বিকাশে দেশের মানুষকে অনুপ্রাণিত করতে মাশরাফির সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাশরাফি

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ