Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জনশুমারি ও গৃহগণনার বিজ্ঞাপন চিত্রে চঞ্চল ও মাশরাফি

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৬ জুন, ২০২২, ১২:০৩ এএম

আগামী ১৫ থেকে ২১ জুন সারাদেশে অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। জনশুমারির প্রচারণার অংশ হিসাবে নির্মিত হয়েছে দুইটি টেলিভিশন বিজ্ঞাপন। বিজ্ঞাপন দুটিতে অংশ নিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী ও সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। নির্মাণ করেছেন মাহাবুব মোর্শেদ রিফাত। ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের ব্যানারে নির্মিত বিজ্ঞাপনচিত্রগুলো চিত্রায়িত হয়েছে দেশের ১০টির বেশি জেলায়। বিভিন্ন অঞ্চলের মানুষের মুখ থেকে জনশুমারিতে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। নির্মাতা জানান, প্রতি ১০ বছর পর পর দেশে আদমশুমারি অনুষ্ঠিত হয়। ২০১৩ সালের পরিসংখ্যান আইন প্রণয়নের পর এটি জনশুমারি ও গৃহগণনা হিসাবে এবারই প্রথম অনুষ্ঠিত হচ্ছে। বিজ্ঞাপন দুটিতে দেশের মঙ্গলের জন্য অনুষ্ঠিতব্য শুমারিকে উৎসব হিসাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এতে দেশের সব অঞ্চলের সব শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণ রয়েছে। বিজ্ঞাপনগুলোর চিত্রগ্রাহক হিসেবে ছিলেন আমির হামজা। মিউজিকের দায়িত্বে ছিলেন যাযাবর রাসেল এবং বব ভিভিয়ান। দেশের প্রথম ডিজিটাল শুমারি হওয়ায় সকল ধরনের ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করা হচ্ছে প্রচারণার ক্ষেত্র হিসেবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জনশুমারি ও গৃহগণনার বিজ্ঞাপন চিত্রে চঞ্চল ও মাশরাফি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ