Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বর্ষসেরার লড়াইয়ে মেসি-নেইমার-রোনালদো

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

 ২০১৭ বর্ষসেরা ফুটবলার নির্বাচনের লক্ষ্যে গতকাল ২৪ জনের তালিকাটা তিন জনে নামিয়ে এনেছে ফিফা। চিরপ্রতিদ্ব›দ্বী লিওনেল মেসির সাথে এবারো সেরা তিনে জায়গা করে নিয়েছেন বর্তমান বর্ষসেরা ক্রিশ্চিয়ানো রোনালদো। তাদের সাথে রয়েছেন ব্রাজিলিয়ান তারকা ও মেসির সাবেক ক্লাব সতীর্থ নেইমার।
তবে লড়াইটা মূলত হবে মেসি-রোনালদোর মধ্যেই। ক্লাবের সাথে গেল মৌসুম দুর্দান্ত কাটিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো। জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা শিরোপা। প্রথম খেলোয়াড় হিসেবে স্পর্শ করেছেন চ্যাম্পিয়ন্স লিগে একশ গোলের মাইলফলক। মেসি ব্যাক্তিগত নৈপুণ্যে এগিয়ে থাকলেও দলের হয়ে তেমন কোন শিরোপা না জেতায় একটু পিছিয়েই থাকছেন। গেল ন’বারই এই ট্রফি ভাগাভাগি হয়েছে দু’জনার মধ্যে। এবার জিতলে রেকর্ড পাঁচ বারের চ্যাম্পিয়ন মেসিকে ছুঁয়ে ফেলবেন রোনালদো।
এদিকে বর্ষসেরা নারী ফুটবলারের তালিকায় এবারো জায়গা করে নিয়েছেন বর্তমান বর্ষসেরা কার্লি লয়েড। বাকি দুজন হলেন ভেনিজুয়েলার ডায়ানা কাস্তেলানোস ও নেদারল্যান্ডের বার্সা স্ট্রাইকার লিয়েক মার্তেন্স। ফিফা বর্ষসেরা কোচের তালিকায় রয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ ও রোনালদোর গুরু জিনেদিন জিদান, জুভেন্টাসকে লিগ শিরোপা ও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নেয়া মাসিমিলিয়ানো অ্যালেগ্রি ও চেলচিকে প্রিমিয়ার লিগ জেতানো ইতালিয়ান কোচ অ্যান্তোনিও কোন্তে। এখানেও বাকিদের চেয়ে এগিয়ে রিয়াল প্রতিনিধি জিদান।
এছাড়া বর্ষসেরা গোলরক্ষকের তালিকায় রয়েছেন জিয়ানলুইজি বুফন, কেইলর নাভাস ও ম্যানুয়েল নয়্যার।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেসি

৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ