Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গা ক্যাম্পে জমিয়াতুল মোদার্রেছীনের ত্রাণ বিতরণ অব্যাহত

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বাংলাদেশ জমিয়াতুল রমাদার্রেছীনের মহাসচিব প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা সাব্বির আহমদ মোমতাজীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল উখিয়া, বালুখালী, টেংখালী রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন। এর সাথে কিছু কিছু অস্থায়ী শৌচাগার, নলকূপ ও বেশ কয়েকটি ইবাদতখানা নির্মাণের ব্যবস্থা করেন। ত্রাণ বিতরণকালে মহাসচিবের সাথে প্রতিনিধি দলে ছিলেন, প্রিন্সিপাল কাযী আবুল বয়ান হাশেমী, প্রিন্সিপাল মাওলানা কামাল হোসেন, প্রিন্সিপাল মাওলানা জাফর উল্লাহ নূরী, প্রিন্সিপাল মাওলানা শাহাদাত হোসেন, প্রিন্সিপাল মাওলানা ফরিদুল আলম, প্রিন্সিপাল কাযী ইসমাইল প্রমুখ।
এসময়ে নেতৃবৃন্দ বিভিন্ন ক্যাম্পে ঘুরে ঘুরে অসহায় রোহিঙ্গাদের সাথে মতবিনিময় করেন এবং তাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন। পরিশেষে নির্যাতিত-নিপীড়িত অসহায় রোহিঙ্গাদের ধৈর্য ধারণের পরামর্শ দেন। সাথে সাথে এ ক্যাম্পগুলোর সুষ্ঠু পরিচালনা ও নিরাপত্তার জন্য সেনাবাহিনী মোতায়নের সিদ্ধান্ত নেয়ায় জমিয়াত নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। আশ্রয় ক্যাম্পের রোহিঙ্গারা এ সকল কর্মকান্ডে সন্তষ প্রকাশ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জমিয়াতুল মোদার্রেছীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ