Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের মাঠে বিপিএল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ঈদুল আযহার আগে সপ্তম রাউন্ডের দু’টি খেলা অনুষ্ঠিত হলেও ছয়দিনের বিরতিতে ফের মাঠে গড়াচ্ছে ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। গত বুধবার সপ্তম রাউন্ডে ঢাকা আবাহনী ও আরামবাগ ক্রীড়া সংঘ এবং মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও চট্টগ্রাম আবাহনী পরস্পরের মোকাবেলার পরের দিন থেকেই ঈদের ছুটিতে যায় বিপিএল। ছুটি শেষে আজ আবার শুরু হবে লিগের খেলা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল পাঁচটায় দিনের প্রথম ম্যাচে মাঠে নামবে পুরান ঢাকার দুই ক্লাব রহমতগঞ্জ এমএফএস ও ফরাশগঞ্জ এসসি। একই ভেন্যুতে দিনের দ্বিতীয় ম্যাচে শেখ জামালের মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সোয়া সাতটায়।

এবারের লিগে নবাগত সাইফ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে শিরোপা জয়ের মিশন শুরু করলেও ধীরে ধীরে গতি মন্থর হয়ে পড়ে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর। তবে চট্টগ্রাম আবাহনী ঠিকই দূরন্ত বেগে এগিয়ে চলেছে। ৩০ আগষ্ট ঈদের আগে এই রাউন্ডের দু’ম্যাচে ঢাকা ও চট্টগ্রাম আবাহনী জয় পেয়েছে। ফলে সাত ম্যাচ শেষে মাত্র এক ড্র ও ছয় জয়ে ১৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষেই আছে চট্টগ্রামের দলটি। অন্যদিকে সমান ম্যাচে চার জয়, দুই ড্র ও এক হারে ১৪ পয়েন্ট পেয়ে চতুর্থস্থানে রয়েছে ঢাকা আবাহনী। ছয় ম্যাচ খেলে পাঁচ জয় ও একটিতে ড্র করে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয়স্থানে জায়গা হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। তৃতীয়স্থানে থাকা নবাগত সাইফ স্পোর্টিং ক্লাবও ছয় ম্যাচের পাঁচটিতে জিতেছে। তবে তাদের হার রয়েছে একটি। ১৫ পয়েন্ট নিয়ে সেরা তিনে আছে প্রিমিয়ার লিগের নবাগতরা। ঢাকার ফুটবলে জায়ান্ট কিলার খ্যাত কোচ কামাল বাবুর রহমতগঞ্জ এমএফএস অবশ্য বেশ সুবিধাজনক অবস্থানেই রয়েছে। ছয় ম্যাচে দু’টি করে জয়, ড্র ও হারে তাদের পয়েন্ট ৮। পঞ্চমস্থানে জায়গা হয়েছে পুরান ঢাকার ক্লাবটির। সমান ছয় ম্যাচে দুই জয়, এক ড্র ও তিন হারে ৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠস্থানে শেখ রাসেল। তবে ছয় ম্যাচে দু’জয়ে সপ্তমস্থানে উঠে এসেছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। মুক্তিযোদ্ধা ও মোহামেডানের সমান ছয় পয়েন্ট হলেও মুক্তি এক ম্যাচ বেশী খেলে নেমে গেছে অষ্টমস্থানে। ছয় ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে টিম বিজেএমসি নবমস্থানে থাকলেও তাদের সমান পয়েন্ট নিয়ে গোল গড়ে পিছিয়ে থেকে ব্রাদার্স ইউনিয়ন পেয়েছে দশমস্থান। এবারের মৌসুমে এখন পর্যন্ত তিনবার কোচ বদল করেছে গোপীবাগের দলটি। ভারতীয় সুব্রত ও ইতালিয়ান স্ক্যান্নুর পর শেষ পর্যন্ত সার্বিয়ান বংশোদ্ভূত সাইপ্রাসের নিকোলাকে কোচের দায়িত্ব দেয় ব্রাদার্স কর্তৃপক্ষ। আর তার অধীনেই মৌসুমে প্রথম জয় পায় ব্রাদার্স। সাত ম্যাচ শেষে মাত্র ৪ পয়েন্ট নিয়ে তালিকার এগারোতম স্থানে আছে আরামবাগ ক্রীড়া সংঘ। আর তালিকায় সবার শেষে থাকা ফরাশগঞ্জ এসসি ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতেই হেরেছে। একটি মাত্র জয় তাদের ঝুলিতে। তাও আবার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর বিপক্ষে। এ জয়ে ফরাশগঞ্জ চমক দেখালেও মাত্র ৩ পয়েন্ট পেয়ে রেলিগেশনের দিকেই এগিয়ে যাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিপিএল

২৭ জানুয়ারি, ২০২৩
২৩ ফেব্রুয়ারি, ২০২২
২০ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ