Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শনিবার থেকে ফের মাঠে গড়াচ্ছে বিপিএল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৬ মে, ২০২২, ৮:০৯ পিএম

ঈদুল ফিতরের ছুটি শেষে শনিবার থেকে ফের মাঠে গড়াচ্ছে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এদিন চার ভেন্যুতে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকাল পৌনে ৪টায় গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে স্বাগতিক মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের খেলার কথা ছিল বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের বিপক্ষে। কিন্তু ম্যাচটি হবে নিরপেক্ষ ভেন্যু মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা ম্যাচটি গোপালগঞ্জে না করার জন্য অনুরোধ করেছিল। ঈদের ছুটি শেষে মাওয়া ফেরি ঘাট ও রাস্তায় যানবাহনের যে চাপ তাতে গোপালগঞ্জ যাওয়া-আসা বেশ কঠিন। তাই বাফুফে ম্যাচটি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। এ ম্যাচের আগে ১৩ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস। সমান ম্যাচে রেলিগেশনের আশপাশে থাকা মুক্তিযোদ্ধার সংগ্রহ মাত্র ৭ পয়েন্ট। এদিকে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে তালিকায় তিনে থাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে মাঠে নামবে সাত নম্বরের দল স্বাগতিক বাংলাদেশ পুলিশ এফসি। খেলা শুরু হবে বিকাল পৌনে ৪টায়। ১৩ ম্যাচে দুই দলের পয়েন্ট যথাক্রমে ২৭ ও ১৬ পয়েন্ট। বিকাল সাড়ে ৫টায় সিলেট জেলা স্টেডিয়ামে ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর মুখোমুখি হবে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। লিগে ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আবাহনী। সমান ম্যাচে রহমতগঞ্জের সংগ্রহ ১০। তারা রয়েছে নবম স্থানে। শনিবারের আরেক ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারেনায় স্বাগতিক শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিপক্ষ সাইফ স্পোর্টিং ক্লাব। কোচ বদলের পর ঘুড়ে দাড়ানো শেখ রাসেল দারুন ছন্দে রয়েছে। সাইফুল বারী টিটু বরখাস্ত হওয়ার পর দায়িত্ব নিয়ে সর্বশেষ চার ম্যাচে আট পয়েন্ট সংগ্রহ করেছেন কোচ জুলফিকার মাহমুদ মিন্টু। আর এতেই ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট পেয়ে তলানি থেকে আট নম্বরে উঠে এসেছে শেখ রাসেল। ম্যানেজমেন্টে বড় ধরনের পরিবর্তন আনার পর ছন্দে ফিরেছে সাইফ স্পোটিং ক্লাবও। শেষ চার ম্যাচের তিনটিতেই বড় জয় পেয়েছে তারা। এই চার ম্যাচে ১৬ গোল দিয়েছে সাইফ। ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে তারা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিপিএল

২৭ জানুয়ারি, ২০২৩
২৩ ফেব্রুয়ারি, ২০২২
২০ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ