নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিপিএলের নবম আসরে লিটন দাসের সরাসরি চুক্তি দল না পাওয়া ছিল প্লেয়ার্স ড্রাফটের আগে সবচেয়ে বড় বিস্ময়। তবে অনুমেয় ছিল, ড্রাফটের শুরুতেই দল পাবেন ডানহাতি এই কিপার-ব্যাটসম্যান। প্রথম ডাকেই দল পেলেন তিনি। গতকাল রাজধানীর অভিজাত হোটেলে বেলা ১২টার পর শুরু হওয়া ড্রাফটে প্রথম সেটের প্রথম ডাকেই লিটনকে দলে নিয়েছে তিনবারের চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টুর্নামেন্টের গত আসরেও কুমিল্লার হয়ে খেলেছেন ২৮ বছর বয়সী এই তারকা।
বিপিএলে এখন পর্যন্ত সাত আসরে খেলেছেন লিটন। এর মধ্যে চারটিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে ছিলেন তিনি। এছাড়া ঢাকা গø্যাডিয়েটরস, সিলেট সিক্সার্স ও রাজশাহী রয়্যালসের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। সব মিলিয়ে বিপিএলে ৬৮ ম্যাচের ক্যারিয়ারে ৬৪ ইনিংস ব্যাট করে ২১.০৪ গড় ও ১২৬.৩৩ স্ট্রাইকরেটে ১ হাজার ৩০৫ রান করেছেন লিটন। এই টুর্নামেন্টে তার পঞ্চাশ ছাড়ান ইনিংস রয়েছে ছয়টি। সর্বোচ্চ ৭৫ রানের ইনিংস খেলেছেন রাজশাহীর জার্সিতে।
প্লেয়ার্স ড্রাফটের প্রথম সেটে দল পেয়েছেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিমও। সিলেট স্ট্রাইকার্স বেছে নিয়েছে মুশফিককে। মাহমুদউল্লাহকে নিয়েছে ফরচুন বরিশাল। এছাড়া প্রথম সেটের প্রথম ডাকে মৃত্যুঞ্জয় চৌধুরীকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, মোহাম্মদ মিঠুনকে ঢাকা ডমিনেটর্স, শেখ মেহেদি হাসানকে রংপুর রাইডার্স ও মোহাম্মদ সাইফ উদ্দিনকে নিয়েছে খুলনা টাইগার্স। প্রথম সেটের দ্বিতীয় ডাকে দল পাওয়া সাতজন হলেন নাজমুল হোসেন শান্ত (সিলেট), হাসান মাহমুদ (রংপুর), ইয়াসির আলি চৌধুরী (খুলনা), মেহেদী হাসান মিরাজ (বরিশাল), শুভাগত হোম (চট্টগ্রাম), সৌম্য সরকার (ঢাকা) ও মোসাদ্দেক হোসেন (কুমিল্লা)।
তবে উল্লেখযোগ্য তারকাদের মধ্যে দল পাননি সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক। কেউ আগ্রহ দেখায়নি সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের প্রতিও। তরুণ উদ্বোধনী ব্যাটার তানজিদ হাসান তামিমও ছিলেন দল না পাওয়াদের তালিকায়। ২৬ জন ক্রিকেটারের সঙ্গে ‘সি’ ক্যাটাগরিতে ছিলেন মুমিনুল। এই ক্যাটাগরিতে পারিশ্রমিক ছিল ৩০ লাখ টাকা। ‘ই’ ক্যাটাগরিতে ৭১ জন ক্রিকেটারের সঙ্গে ছিলেন আশরাফুল। তার পারিশ্রমিক ছিল ১৫ লাখ টাকা। তাকেও নিতে আগ্রহী হয়নি কেউ। ২০ লাখ পারিশ্রমিকের ‘ডি’ ক্যাটাগরিতে ছিলেন তানজিদ হাসান তামিম। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের এই ওপেনারের প্রতিও আগ্রহ দেখায়নি কেউ।
২০২৩ সালের জানুয়ারি মাসে শুরু হবে বিপিএলের নতুন আসর, চলবে ফেব্রæয়ারি পর্যন্ত।
ড্রাফট শেষে কেমন হলো ৭ ফ্র্যাঞ্চাইজি
সিলেট স্টাইকার্স
সরাসরি চুক্তিতে : মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ আমির (পাকিস্তান), মোহাম্মদ হারিস (পাকিস্তান), রায়ান বার্ল (জিম্বাবুয়ে), কামিন্দু মেন্ডিস (শ্রীলঙ্কা), ধনঞ্জয়া ডি সিলভা (শ্রীলঙ্কা), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা)।
ড্রাফট থেকে দেশি : মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, রেজাউর রহমান রাজা, নাবিল সামাদ, তৌহিদ হৃদয়, রুবেল হোসেন, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, আকবর আলি, মোহাম্মদ শরিফুল্লাহ, তানজিম হাসান সাকিব।
ড্রাফট থেকে বিদেশি : টম মুরস (ইংল্যান্ড), গুলবাদিন নাইব (আফগানিস্তান)।
ফরচুন বরিশাল
সরাসরি চুক্তিতে : সাকিব আল হাসান, ইফতেখার আহমেদ (পাকিস্তান), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র(পাকিস্তান), ইব্রাহিদ জাদরান (আফগানিস্তান), করিম জানাত (আফগানিস্তান), ওমর কাদির (পাকিস্তান), রাহকিম কনর্নওয়েল (ওয়েস্ট ইন্ডিজ), কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ), রাহামানুল্লাহ গুরবাজ (আফগানিস্তান)।
ড্রাফট থেকে দেশি : মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, এনামুল হক বিজয়, কামরুল ইসলাম রাব্বি, ফজলে মাহমুদ রাব্বি, সৈয়দ খালেদ আহমেদ, সাইফ হাসান, কাজী অনিক, সানজামুল ইসলাম, সালমান হোসেন।
ড্রাফট থেকে বিদেশি : হায়দার আলি (পাকিস্তান), চতুরঙ্গ ডি সিলভা(শ্রীলঙ্কা)।
খুলনা টাইগার্স
সরাসরি চুক্তিতে : তামিম ইকবাল, আবিস্কা ফার্নেন্দো (শ্রীলঙ্কা), ওয়াহাব রিয়াজ (পাকিস্তান), নাসিম শাহ (পাকিস্তান), আজম খান(পাকিস্তান)।
ড্রাফট থেকে দেশি : মোহাম্মদ সাইফুদ্দিন, ইয়াসির আলি চৌধুরী, নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, শফিকুল ইসলাম, প্রীতম কুমার, হাবিবুর রহমান সোহান, মাহমুদুল হাসান জয়।
ড্রাফট থেকে বিদেশি : দাসুন শানাকা (শ্রীলঙ্কা), পল মিক্রিন (শ্রীলঙ্কা)।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
সরাসরি চুক্তিতে : আফিফ হোসেন, বিশ্ব ফার্নেন্দো (শ্রীলঙ্কা), আশান প্রিয়ঞ্জন (শ্রীলঙ্কা), কার্টিস ক্যাম্পের (আয়ারল্যান্ড)।
ড্রাফট থেকে দেশি : মৃত্যুঞ্জয় চৌধুরী, শুভাগত হোম চৌধুরী, মেহেদী হাসান রানা, ইরফান শুক্কুর, মেহেদী মারুফ, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি, ফরহাদ রেজা, তৌফিক খান তুষার।
ড্রাফট থেকে বিদেশি : ম্যাক্স ও’ডাউড (নেদারল্যান্ডস), উন্মুক্ত চাঁদ (ভারত/যুক্তরাষ্ট্র) ।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স
সরাসরি চুক্তিতে: মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান), শাহীন আফ্রিদি (পাকিস্তান), হাসান আলি (পাকিস্তান), খুশদিল শাহ (পাকিস্তান), মোহাম্মদ নবি (আফগানিস্তান), আবরার আহমেদ(পাকিস্তান)।
ড্রাফট থেকে দেশি : লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, তানভীর ইসলাম, ইমরুল কায়েস,আশিকুজ্জামান, জাকের আলি অনিক, সৈকত আলি, আবু হায়দার রনি, নাঈম হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ।
ড্রাফট থেকে বিদেশি : শন উইলিয়ামস (জিম্বাবুয়ে), চ্যাডউইক ওয়ালটন (ওয়েস্ট ইন্ডিজ)।
রংপুর রাইডার্স
সরাসরি চুক্তিতে : নুরুল হাসান সোহান, শোয়েব মালিক(পাকিস্তান), পাথুম নিশানকা (শ্রীলঙ্কা), হারিস রউফ(পাকিস্তান), মোহাম্মদ নাওয়াজ (পাকিস্তান), জেফ্রি ভ্যান্ডার্সি (শ্রীলঙ্কা), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)।
ড্রাফট থেকে দেশি : শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, নাঈম শেখ, রাকিবুল হাসান, শামীম পাটোয়ারি, রিপন মন্ডল, রনি তালুকদার, পারভেজ হোসেন ইমন, রবিউল হক, আলাউদ্দিন বাবু।
ড্রাফট থেকে বিদেশি : আজমাতুল্লাহ ওমুরজাই (আফগানিস্তান), অ্যারন জোন্স (যুক্তরাষ্ট্র)।
ঢাকা ডমিনেটর্স
সরাসরি চুক্তিতে : তাসকিন আহমেদ, চামিকা করুনারতেœ (শ্রীলঙ্কা), দিলশান মুনাওয়ারা (শ্রীলঙ্কা)।
ড্রাফট থেকে দেশি : মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, শরিফুল ইসলাম, আরাফাত সানি, নাসির হোসেন, আল-আমিন হোসেন সিনিয়র, অলক কাপালি, মনির হোসেন, আরিফুল হক, মুক্তার আলি, মিজানুর রহমান, দেলোয়ার হোসেন।
ড্রাফট থেকে বিদেশি : শান মাসুদ, আহমেদ শেহজাদ, সালমান ইরশাদ (পাকিস্তান), উসমান ঘানি (আফগানিস্তান)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।