Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

পাল্টে গেল বিপিএলের সূচি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ জুন, ২০২২, ১২:০১ এএম

সোমবার থেকে ফের মাঠে গড়ানোর কথা ছিল ঘরোয়া সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় লেগের খেলা। কিন্তু চলমান বৈরী আবহাওয়া ও জাতীয় দলের ফুটবলারদের প্রধানমন্ত্রীর দেয়া আজকের সংবর্ধনা অনুষ্ঠানসহ সামগ্রিক দিক বিবেচনা করে বিপিএল শুরুর দিনক্ষণ একদিন পিছিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ কমিটি। খেলা একদিন পেছানোর পাশাপাশি লিগ কমিটি আসন্ন দুই রাউন্ডের সূচিতেও খানিকটা পরিবর্তন এনেছে। আগের সূচিতে ১৬তম রাউন্ড শুরুর দিন চারটি ম্যাচ ছিল। গতকাল ক্লাবগুলোর কাছে বাফুফের পাঠানো সূচিতে প্রথম দিন দু’টি ম্যাচ রাখা হয়েছে। সোমবার রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি মুন্সিগঞ্জে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের বিপক্ষে। একই দিন অন্য ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্র ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব পরস্পরের মুখোমুখি হবে। এ খেলাটি হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়। পরের দিন কুমিল্লরয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দুই ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা মোহামেডান ও আবাহনী লিমিটেড খেলবে। ১৬তম রাউন্ড শেষ হবে ২৩ জুন।

দুই দিন বিরতি দিয়ে ২৬ জুন থেকে পরের রাউন্ডের খেলা শুরু হবে। এই রাউন্ডের খেলা শেষ হবে ২৯ জুন। এরপরের সূচি বাফুফে ক্লাবগুলোকে অবহিত করেনি। ১৮তম রাউন্ডে সিলেট ভেন্যুতে ম্যাচ রয়েছে। কিন্তু সিলেটের বন্যা পরিস্থিতি ও সামগ্রিক অবস্থা বিবেচনা করে লিগ কমিটি সিদ্ধান্ত নেবে সিলেট ভেন্যু নিয়ে। সেই সিদ্ধান্তের ভিত্তিতেই লিগের পরবর্তী রাউন্ডের সূচি হবে বলে গতকাল জানিয়েছেন বাফুফের দায়িত্বশীল এক কর্মকর্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাল্টে গেল বিপিএলের সূচি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ