Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবারও মেসি, রোনালদো, নেইমার

ফিফা বর্ষসেরা সংক্ষিপ্ত তালিকা

| প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

কোচের লড়াইয়ে জিদান, এনরিকে, লো
স্পোর্টস ডেস্ক : গত নয় বছরে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো ছাড়া জিততে পারেনি আর কেউ। বার্সেলোনা তারকা পাঁচবার ও রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড চারবার জিতেছেন। তবে এবার ‘বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ জিতলে সবচেয়ে বেশিবার বর্ষসেরা হওয়া মেসির রেকর্ড স্পর্শ করবেন রোনালদো। কেননা গত বারেরমত ২০১৭ সালের ফিফা বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় এবারও যে আছেন মেসি, রোনালদো ও নেইমার। তারকা এই ফরোয়ার্ডদের সঙ্গে ২৪ জনের তালিকায় জায়গা করে নিয়েছেন ক’দিন আগেই উয়েফা বর্ষসেরা ফুটবলারের তালিকায় নাম লেখানো ‘বুড়ো’ জিয়ানলুইজি বুফন এবং মেসির বার্সা সতীর্থ লুইস সুয়ারেজও।
গত মৌসুমে রিয়ালের লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল পর্তুগিজ এই ফরোয়ার্ডের। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে নকআউট পর্বে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করার পাশাপাশি নকআউট পর্বে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করার কীর্তি গড়েন রোনালদো। ইউরোপ সেরা এই প্রতিযোগিতার ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এ মৌসুমে ১০০ গোলের মাইলফলকও স্পর্শ করেন রোনালদো। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে ফাইনালে দুটিসহ সর্বোচ্চ ১২টি গোল করেন তিনি। রোনালদোর চেয়ে দলগত সাফল্য মেসির কম হলেও ব্যক্তিগতভাবে এবারও মৌসুমটা দারুণ কেটেছে আর্জেন্টিনা অধিনায়কের। ক্লাব ফুটবল ক্যারিয়ারে ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করেন তিনি। কাতালান ক্লাবটির সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি।
পরিসংখ্যানের বিচারে মেসি-রোনালদোর মতো নেইমারের প্রাপ্তি অত বেশি না হলেও বার্সেলোনার হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোয় তার পারফরম্যান্স ছিল চমৎকার। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে পিএসজির কাছে ৪-০ গোলে হারের পর ফিরতি পর্বে কাতালান ক্লাবটির ৬-১ গোলের রোমাঞ্চকর জয়ের নায়ক ছিলেন তিনি। ওই ম্যাচের শেষ দিকে দুই গোল করার পাশাপাশি শেষ মুহূর্তে সের্হিও রবের্তোকে দিয়ে গোল করান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। আর বরাবরের মতো এবারও দুর্দান্ত কেটেছে বুফনের। জুভেন্টাসকে টানা তৃতীয়বার ঘরোয়া ডাবল সেরি আ ও কোপা ইতালিয়া জেতাতে বড় অবদান রাখেন ইতালির এই গোলরক্ষক। চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালের আগ পর্যন্ত মাত্র তিনটি গোল হজম করেছিল তার দল জুভেন্টাস।
২০১০ সাল থেকে ফিফা বর্ষসেরা পুরস্কার ও ফ্রান্স ফুটবলের ব্যালন ডি’অর একীভূত হয়ে ২০১৫ পর্যন্ত ফিফা ব্যালন ডি’অর নামে পুরস্কারটি দেওয়া হয়। তবে গত বছর থেকে ফিফা ও ব্যালন ডি’অর আলাদা ভাবে পুরস্কার দেওয়া শুরু করে।
এদিকে, ফিফা বর্ষসেরা কোচের লড়াইয়ে প্রত্যাশিতভাবেই আছেন রিয়াল মাদ্রিদকে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জেতানো জিনেদিন জিদান। এ বছর রিয়ালকে মোট চারটি শিরোপা জিতিয়েছেন ফরাসি এই কোচ। এ মাসের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে উয়েফা সুপার কাপ জেতার পর বার্সেলোনাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ ঘরে তোলে জিদানের দল।
গত জানুয়ারিতেও ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ এর প্রথম সংস্করণে তিন জনের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন জিদান। সেবার পুরস্কারটি জিতেন লেস্টার সিটিকে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন করানো ক্লাওদিও রানিয়েরি। জুন-জুলাইয়ে ফিফা কনফেডারেশন্স কাপে জার্মানিকে শিরোপা জেতানো জোয়াকিম লোরও ভালো সম্ভাবনা আছে। বার্সেলোনার হয়ে শেষ মৌসুমটা ভালো না কাটলেও দলকে কোপা দেল রে জেতানো লুইস এনরিকে জায়গা করে নিয়েছেন সংক্ষিপ্ত তালিকায়। চেলসির দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমেই দলটিকে প্রিমিয়ার লিগ জেতানো আন্তোনিও কোন্তে এবং মোনাকোকে লিগ ওয়ান চ্যাম্পিয়ন করানো লিওনার্দো জারদিনও আছেন দৌড়ে।
গত বছরের ২০ নভেম্বর থেকে এ বছরের ২ জুলাই পর্যন্ত অর্জন বিবেচনায় নেওয়া হবে। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে তালিকা তিন জনে নামিয়ে আনবে ফিফা। আর ২৩ অক্টোবর লন্ডনে ঘোষণা করা হবে বিজয়ীর নাম। জাতীয় দলের কোচ, অধিনায়ক ও প্রতিটি দেশের একজন করে সাংবাদিক এবং ফিফা ডটকমে নিবন্ধন করা ফুটবলপ্রেমীদের ভোটে বিজয়ী নির্বাচন করা হবে।
২৩ ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা
লিওনেল মেসি (বার্সেলোনা), ক্রিশ্চিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ), নেইমার (পিএসজি), লুইস সুয়ারেজ (বার্সেলোনা), আন্দ্রেস ইনিয়েস্তা (বার্সেলোনা), জিয়ানলুইজি বুফন (জুভেন্টাস), আঁতোয়ান গ্রিজমান (অ্যাটলেটিকো মাদ্রিদ), জøাতান ইব্রাহিমোভিচ (ম্যানচেস্টার ইউনাইটেড), এনগোলো কঁতে (চেলসি), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ), রবের্ত লেভানদোভস্কি (বায়ার্ন মিউনিখ), লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ), মানুয়েল নয়ার (বায়ার্ন মিউনিখ), সের্হিও রামোস (রিয়াল মাদ্রিদ), আলেক্সিস সানচেস (আর্সেনাল), পিয়েরে এমেরিক আউবামেয়াং (বরুসিয়া ডর্টমুন্ড), লিওনার্দো বোনুচ্চি (জুভেন্টাস-এসি মিলান), দানি কারবাহাল (রিয়াল মাদ্রিদ), পাওলো দিবালা (জুভেন্টাস), এডেন হ্যাজার্ড (চেলসি), হ্যারি কেইন (টটেনহ্যাম হটস্পার), মার্সেলো (রিয়াল মাদ্রিদ), কেইলর নাভাস (রিয়াল মাদ্রিদ), আর্তুরো ভিদাল (বায়ার্ন মিউনিখ)।
১২ কোচের সংক্ষিপ্ত তালিকা
মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি (জুভেন্টাস), কার্লো আনচেলত্তি (বায়ার্ন মিউনিখ), আন্তানিও কোন্তে (চেলসি), লুইস এনরিকে (বার্সেলোনা), পেপ গার্দিওলা (ম্যানচেস্টার সিটি), লিওনার্দো জারদিন (মোনাকো), জোয়াকিম লো (জার্মানি), হোসে মরিনহো (ম্যানচেস্টার ইউনাইটেড), মাওরিসিও পচেত্তিনো (টটেনহ্যাম হটস্পার), দিয়েগো সিমেওনে (অ্যাটলেটিকো মাদ্রিদ), তিতে (ব্রাজিল), জিনেদিন জিদান (রিয়াল মাদ্রিদ)।



 

Show all comments
  • রিফাত ১৯ আগস্ট, ২০১৭, ১:২৯ পিএম says : 0
    দেখা যাক কে হন বর্ষসেরা ?
    Total Reply(0) Reply
  • রাব্বি ১৯ আগস্ট, ২০১৭, ১:৩০ পিএম says : 0
    আমার মতে খেলোর মেসি, কোচ জিদান
    Total Reply(0) Reply
  • abdul based ১৯ আগস্ট, ২০১৭, ৬:২৪ পিএম says : 1
    mesi playing nice
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেসি

৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ