Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হতাহতের শিকার ২৪ দেশের নাগরিক

| প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বার্সেলোনায় গাড়ি হামলায় অন্তত ২৪টি দেশের নাগরিক হতাহতের শিকার হয়েছেন। গতকাল শুক্রবার সকাল পর্যন্ত এই হামলায় ১৩ জন নিহত ও শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। কাতালান কর্তৃপক্ষের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। কাতালান কর্তৃপক্ষ জানায়, হামলায় তিন বছর বয়সী এক শিশু মারা গেছে। তবে তার জাতীয়তা এখনও জানা যায়নি। ব্রিটিশ পররাষ্ট্র দফতর জানিয়েছে তাদের কোনও নাগরিক হতাহতের খবর পায়নি তারা। তবে ম্যানচেস্টার হামলায় বেঁচে যাওয়া ক্রিস পাওলি সেসময় স্ত্রীসহ স্পেনে অবস্থান করছিলেন।ম্যানচেস্টার ইভনিংকে দেওয়া সাক্ষাতাকারে ক্রিস জানান, তিনি বিশ্বাসই করতে পারছেন না ৬ মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো সন্ত্রাসী হামলায় পড়লেন। বৃহস্পতিবারের হামলা নিয়ে তিনি বলেন, সেখানে চারপাশে শুধু পুলিশ ও অ্যাম্বুলেন্স ছিলো। দোকানগুলো বন্ধ করে ফেলছিলো। ফ্রান্স জানিয়েছে তাদের ২৬ জন নাগরিক আহত হয়েছেন যাদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। স্প্যানিশ সংবাদমাধ্যম লা ভ্যানগার্দিয়া জানিয়েছে, হতাহতদের মধ্যে তিনজন জার্মানও রয়েছেন। বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী দিদিয়ের রিন্ডার্স এক টুইট বার্তায় জানিয়েছেন যে তাদের একজন নাগরিক নিহত হয়েছেন। এছাড়া কেউ আহত হয়েছেন কিনা জানতে হাসপাতালে খোঁজ নিচ্ছেন তারা। নেদারল্যান্ডস থেকে জানানো হয় তিনজন ডাচ আহত হয়েছেন। গ্রিসের এক কূটনীতিকও তাদের এক নারী ও তার দুই শিশু আহত হওয়ার কথা নিশ্চিত করেছেন। চীন জানিয়েছে হংকংয়ের একজন সামান্য আহত হয়েছেন। রয়টার্স, গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাগরিক

১৫ জুন, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ