Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

জামালপুরে গলা কেটে দুই বোন হত্যা

| প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

জামালপুর জেলা সংবাদদাতা : জামালপুরে দুইবোনকে গলা কেটে হত্যার প্রতিবাদে গতকাল শনিবার সকালে শহরের শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শিশু সুরক্ষা নেটওয়ার্কের ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন এনজিওসহ স্কুলের ছাত্রীরা অংশ নেয়।
ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে জেলা বিএনপিসাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র এড: ওয়ারেছ আলী মামুন, জাসদের সভাপতি আমির হোসেন, জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল হোসাইন, সদর উপজেলার সাবেক ভাইসচেয়ারম্যান কৃষিবিদ রায়হানা রহমান লতা, মানকাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিমসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা অবিলম্বে এই দুই বোনের হত্যাকাÐের রহস্য উদঘাটন ও দোষীদের চিহ্নিত করে দ্রæত গ্রেফতারের দাবি জানান। ৩ আগস্ট সকালে জামালপুর সদরের মেষ্টা ইউনিয়নের দেউলিয়াবাড়ি গ্রামের প্রবাসী শামীম হোসাইনের কন্যা ভাবনা ও লোভনা নামে দুই বোনের নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ভাবনা পুগলাই রহিমা কাজিম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ও ছোটবোন লোবনা হাসিল মতিউর রহমান একাডেমীর চতুর্থ শ্রেণীর ছাত্রী।
এই ঘটনায় পুলিশ দুই জনকে আটক করে ৫ দিনের রিমাÐের আবেদন করে আদালতে প্রেরণ করে। পুলিশ গত তিন দিনেও চাঞ্চল্যকর দুই বোন হত্যাকান্ডের কোন রহস্য উদঘাটন বা অন্য কোন আসামী গ্রেফতার করতে পারেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ