Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

চাঁদের মাটির ব্যাগ বিক্রি হলো ১৮ লাখ ডলারে

| প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চাঁদের বুকে পা রাখা প্রথম মানব নিল আর্মস্ট্রং যে ব্যাগে ভরে মাটি আর পাথরের টুকরোসহ বিভিন্ন নমুনা বয়ে এনেছিলেন, নিউ ইয়র্কের এক নিলামে তা বিক্রি হয়েছে ১৮ লাখ ডলারে। তবে নাসার অ্যাপোলো-১১ অভিযানে ব্যবহৃত ওই ব্যাগটির নতুন মালিক কে, তা প্রকাশ করা হয়নি। এক প্রতিবেদনে বলা হয়, সাদা রঙের ওই ব্যাগে এখনও চাঁদের ধুলো আর পাথরের দাগ রয়েছে। ১৯৬৯ সালের ওই চন্দ্রাভিযানের এই একটিমাত্র সামগ্রীই সাধারণ মানুষের হাতে রয়েছে। যুক্তরাষ্ট্রের তিন নভোচারী নিল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স ও এডুইন অলড্রিন ওই অভিযানে চাঁদ থেকে যেসব নমুনা নিয়ে এসেছিলেন, সেসব বিভিন্ন স্থানে প্রদর্শন করা হয়। পরে ওই অভিযানের প্রায় সব যন্ত্রপাতি ও নমুনা স্থান পায় স্মিথসোনিয়ান জাদুঘরে। কিন্তু ভুল করে লেবেল না লাগানোয় চাঁদের মাটির ওই ব্যাগ জনসন স্পেস সেন্টারের একটি বাক্সের মধ্যে পড়ে থাকে। পুরনো বিভিন্ন জিনিসপত্রের সঙ্গে ওই ব্যাগটিও ২০১৫ সালে নিলামে তোলে নাসা। সেই নিলামে মাত্র ৯৯৫ ডলারে লুনার স্যাম্পল রিটার্ন লেখা ব্যাগটি কিনে নেন ন্যান্সি কার্লসন নামের একজন আইনজীবী। তবে তিনিও জানতেন না, কি বস্তু তিনি এত সস্তায় কিনে ফেলেছেন। ভুল বুঝতে পেরে চাঁদের মাটির ওই ব্যাগ ফিরে পওয়ার জন্য আদালতে গিয়েছিল নাসা। কিন্তু গতবছর যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত এক রায়ে জানায়, ন্যান্সি কার্লসনই এখন ব্যাগটির বৈধ মালিক। এক বছরের মাথায় ন্যান্সি কার্লসন ওই ব্যাগ বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন এবং অ্যাপোলো-১১ অভিযানের ৪৮ বছর পূর্তির দিনে নিউ ইয়র্কে ব্যাগটি নিলামে তোলা হয়। বিবিসি।



 

Show all comments
  • ইমরান ২২ জুলাই, ২০১৭, ৩:২৬ এএম says : 0
    সখও আছে টাকাও আছে..................
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাঁদ

১৭ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ