প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা মাহনূর চাঁদনী নৃত্যে নিয়মিত হলেও অভিনয়ে কিছুটা অনিয়মিত। মাঝে মাঝে অভিনয় করেন। তবে এবার দীর্ঘদিন পর ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। ২০১৬ সালে সর্বশেষ ‘হাউস ওয়াইফ’ নামে একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলেন। সম্প্রতি নতুন একটি ধারাবাহিকে অভিনয় শুরু করেছেন। ধারাবাহিকটির নাম ‘ফ্যামিলি ডিসটেন্স’। এটি পরিচালনা করছেন আকরাম খান। চাঁদনী বলেন, পরিবার নিয়ে গড়ে উঠেছে নাটকটির কাহিনী। তাই অভিনয় করছি। এখন গতানুগতিক যেসব নাটক হচ্ছে, সেখানে পরিবারকেন্দ্রিক গল্পের তেমন কোনো নাটক বা ধারাবাহিক নেই। কিন্তু আমাদের দর্শক এই পরিবারকেন্দ্রিক গল্পগুলো পর্দায় দেখতে চান। দেশের যত জনপ্রিয় বা দর্শকপ্রিয় নাটক আছে, সেগুলোর বেশির ভাগই পরিবারকেন্দ্রিক। এ ধারাবাহিকটির কাহিনী পরিবারের গল্প নিয়ে হওয়ায় অভিনয় করছি। নাটকটিতে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন, আবুল হায়াত, ডলি জহুর, জলি মল্লিক, সাবেরী আলম, শাহেদ আলী প্রমুখ। আগামী নভেম্বর থেকে সপ্তাহে তিন দিন বৈশাখী টেলিভিশনে প্রচার হবে নাটকটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।