Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাতারকে আরো ৬ শর্ত

| প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কাতারকে চলমান সংকট নিরসনের জন্য আরো ছয়টি শর্তের তালিকা দিয়েছে দেশটির ওপর অবরোধ আরোপকারী সউদী জোট। আগের ১৩ দফা দাবির সঙ্গে নতুন ছয়টি শর্ত যোগ হলেও সংকটের অবসান হবে কিনা তা নিশ্চিত নয়। কারণ, কাতার আগের ১৩টি দাবির একটিও মেনে নেয়নি। জাতিসংঘে নিযুক্ত সউদী রাষ্ট্রদূত আবদুল্লাহ আল-মুয়াল্লিমি গত মঙ্গলবার সাংবাদিকদের কাছে নতুন শর্তের তালিকার কথা জানান। তিনি বলেন, গত ৫ জুলাই কায়রো বৈঠকে চার আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা নতুন শর্তের তালিকা তৈরি করেন এবং এসব দেশ আশা করছে- দোহা এ তালিকা মেনে নেবে। নতুন তালিকায় বলা হয়েছে, সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে কাতারকে লড়াইয়ের অঙ্গীকার করতে হবে। পাশাপাশি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে তহবিল যোগানো এবং নিরাপদ আশ্রয় দেয়া বন্ধ করতে হবে। এছাড়া পরিস্থিতি উত্তপ্ত করে তোলে এমন যেকোনো ধরনের কথাবার্তা বন্ধ করতে হবে। এসব শর্ত বাস্তবায়ন হচ্ছে কিনা তা অবশ্যই পর্যবেক্ষণ করা হবে। তবে নতুন শর্তগুলোর মধ্যে আল-জাজিরা টিভি নেটওয়ার্ক বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত আছে কিনা তা স্পষ্ট নয়। রয়টার্স,বিবিসি।



 

Show all comments
  • Sekander Ali ২০ জুলাই, ২০১৭, ১১:০৫ এএম says : 0
    Katar.Right
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাতার


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ