Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

ভাতিজা হত্যাকারীদের হামলায় আহত চাচার মৃত্যু

| প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : ৬ দিন হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে গতকাল সোমবার সন্ধ্যায় মারা গেছেন কৃষক লীগ নেতা সৈয়দ সাইফুল ইসলাম হেকিম। তিনি নরসিংদী জেলা কৃষক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন। চাঞ্চল্যকর জুয়েল হত্যামামলার আসামীদের হামলায় আহত হয়ে নিহত জুয়েলের চাচা এই কৃষক লীগ নেতা হেকিম গত ৪ জুলাই ঢাকার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
জানা গেছে, গত ২৭ মে রাতে শিবপুর উপজেলার ছুটাবন্দ গ্রামের সৈয়দ জুয়েল নিখোঁজ হয়। ৩০মে পাশ্ববর্তী গ্রামের একটি মুরগীর ফার্মের ময়লার গর্ত থেকে জুয়েলের বস্তাবন্দী লাশ উদ্ধার করে শিবপুর থানা পুলিশ। এই ঘটনায় এলাকার আব্দুল কাদির মেম্বার, তার ছেলে ফটিক, জামাতা লিটনসহ অজ্ঞাত কয়েকজনকে আসামী করে নিহত জুয়েলের স্ত্রী ফেরদৌসি বাদী হয়ে শিবপুর থানায় মামলা দায়ের করে। মঙ্গলবার সকালে জুয়েলের চাচা সৈয়দ সাইফুল ইসলাম হেকিম, চপল ও রিফাতসহ বাড়ীর লোকজন কোদালকাটা নামকস্থানে তাদের লটকন বাগান থেকে লটকন তুলতে গেলে সুযোগ বুঝে আসামী আব্দুল কাদির মেম্বার, সাইদ, বাতেন, লিটন ও আনোয়ারের নেতৃত্বে আসামীরা তাদের উপর হামলা চালায়।
খবর পেয়ে শিবপুর মডেল থানার এস আই রেজাউল ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে আসামিরা পালিয়ে যায়। পুলিশ আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে প্রেরণ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভাতিজা

১৭ সেপ্টেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ