বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের ইকর গাড়া গ্রামে ৩১ জানুয়ারি মঙ্গলবারে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মিলন (২৭)। নিহত ব্যক্তির পরিবারের অভিযোগ, জমিজমা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির জেঠো আবু বক্কর বলেন, দীর্ঘদিন ধরে ভাতিজা মিলনের বাবা আঃ ছাত্তারে জমি নিয়ে তার ভাই আব্দল কাদেরের সাথে বিরোধ চলছিল। এই প্রতিপক্ষ আঃ কাদের তার ভাই আঃ ছাত্তারকে পিটিয়ে মেরেছে ১৮ বছর আগে একইভাবে তার ছেলেকেও মারলেো । জানা যায়, গত সোমবার সকাল ৯ টায় জমি নিয়ে কথা কাটাকাটি এক পর্যায় নিহত মিলনকে তাড়িয়ে ধরে আঃ কাদের সহিদুল ইালাম, আফজাল আওলাদ হোসেন সাজাদুল ইসলাম এবং এমদাদুল হোসেন বাবু এরা পিটিয়ে মেরেছে৷৷
এ সময় নিহত মিলন গুরুতরভাবে আহত হলে তাকে বগুড়ার শহীদ জিয়া মেডিকেল হসপিটালে ভর্তি করানো হয় । চিকিৎসাধীন অবস্থায় ৩১ শে জানুয়ারি মঙ্গলবারে কর্তব্যরত ডক্টর তাকে মৃত ঘোষণা করে
এ ব্যাপারে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ এর কাছে জানতে চাইলে তিনি এর সত্যতা স্বীকার করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।