Inqilab Logo

সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জমি বিরোধের জেরে ভাতিজার হাতে খুন

প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৬, ১২:০০ এএম

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা

চট্টগ্রামের পটিয়া উপজেলার পূর্ব আশিয়া গ্রামে জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে মোহাম্মদ আবদুল আজিজ (৪৫)-কে পিটিয়ে হত্যা করেছে তার ভাতিজা আবদুর রহিম। গুরুতর আহত আজিজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যাওয়ার পথে উপজেলার কলেজবাজার এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে মারা যায়। আবদুল আজিজ পেশায় একজন সিএনজি চালক। এ ঘটনায় গতকাল বুধবার নিহতের স্ত্রী ইসলাম খাতুন বাদী হয়ে পটিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। আসামীরা হলো- নিহতের ভাতিজা আবদুর রহিম, ভাই আজম উদ্দিন, আবদুল ওয়াহাব, বুলু আকতার ও মোহাম্মদ ইউনুস। এদিকে ঘটনাস্থল থেকে নিহতের ভাই মোহাম্মদ ইউনুসকে পুলিশ গ্রেফতার করেছে। জানা যায়, উপজেলার পূর্ব আশিয়া গ্রামের কিরিঞ্জা খালের পার্শ্ববর্তী এলাকায় আবদুল আজিজ ও তার ভাই মোহাম্মদ ইউনুসের সাথে দীর্ঘদিন ধরে বসতভিটায় একটি সীমানা দেয়াল নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধকে কেন্দ্র করে আদালতে মামলা মোকদ্দমাও চলছিল। মঙ্গলবার রাত ১টার দিকে আবদুল আজিজ সিএনজি অটোরিক্সা চালিয়ে সেহেরী খাওয়ার জন্য বাড়ীর দিকে যাওয়ার পথে তার বাড়ীর সামান্য দূরবর্তী কিরিঞ্জা খাল এলাকায় আগে থেকে ওঁৎ পেতে থাকা ভাতিজা আবদুর রহিম। পরে চাচা আবদুল আজিজকে পথরুদ্ধ করে সিএনজি থেকে নামিয়ে উপর্যপুরি ছুরিকাঘাত করে গুরুতর জখম করে ভাতিজা আবদুর রহিম। স্থানীয়রা খবর পেয়ে আজিজকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনিত হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যাওয়ার পথে উপজেলার কলেজবাজার এলাকায় রাত সাড়ে ৩ টার দিকে তিনি মারা যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জমি বিরোধের জেরে ভাতিজার হাতে খুন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ