বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহীর চারঘাট উপজেলার উত্তর বাকরা গ্রামে পারিবারিক জমিতে বাঁশ কাটাকে কেন্দ্র করে চাচার হাতে ভাতিজা ফরিদুল ইসলাম (৩০) খুন হয়েছে। গত শুক্রবার সকালে বাঁশ কাটাকে কেন্দ্র করে মৃত ব্যক্তির দুই চাচা মিন্নতি ও মান্নাতের মধ্যে ঝগরা ও মারামারি শুরু হয়। ওই সময় ফরিদ চাচাদের মধ্যে মারামারি বাধা দিতে গেলে চাচা মিন্নাতের বাঁশের আঘাতে ফরিদ মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন ও তার আত্মীয়-স্বজন আহত ফরিদকে চিকিৎসার জন্য চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার রামেক হাসাপাতালে প্রেরণ করেন। গত শুক্রবার দিনগত রাতে চিকিৎসাধীন অবস্থায় রামেক হাসপাতালে তার মৃত্যু হয়।
খবর পেয়ে থানার এসআই মনসুর রহমান ও এসআই সৌরভসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীতে তার আত্মীয়র বাড়ি থেকে অভিযুক্ত ৩ আসামির মধ্যে মেহেদী হাসান (১৯) নামে একজন আসামিকে গ্রেফতার করা করে।
চারঘাট থানার ওসি বলেন, এবিষয়ে থানায় হত্যা মামলা হয়েছে এবং একজন আসামিকে আটক করে গতকাল শনিবার সকালে জেলহাজতে প্রেরণ করা হয়। অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।