Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাতিজার হাতে চাচা খুনের ঘটনায় মামলা আসামি ২০

প্রকাশের সময় : ২২ জুন, ২০১৬, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা

ফরিদপুরের সালথায় ভাতিজার বল্লমের আঘাতে চাচা খুনের ঘটনায় থানায় মামলা হয়েছে। এজাহারভুক্ত আসামি ২০ জন। আসামিরা সবাই পলাতক। জানা যায়, গত শুক্রবারে রাতে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের বাতাগ্রামে পূর্ব শত্রুতার জের ধরে রুপাই মাতুব্বারের ছেলে মতিয়ার মাতুব্বারকে মৃত হিরু মাতুব্বারের ছেলে পিকুল মাতুব্বারসহ ৩/৪ জন পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে। পিকুল, মতিয়ার চাচা-ভাতিজা। এ ঘটনায় নিহতের ভাই আয়নাল মাতুব্বার বাদী হয়ে গত রোববার ২০ জনকে আসামি করে সালথা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলার এজাহারভুক্ত আসামিরা পলাতক রয়েছে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন। সালথা থানা অফিসার ইনচার্জ ডি. এম বেলায়েত হোসেন বলেন, মতিয়ার হত্যা মামলা গত রোববার থানায় রুজু হয়েছে। এ মামলায় এজাহারভুক্ত ২০ জন আসামির নাম রয়েছে। তাদেরকে গ্রেফতারের সর্বাধিক চেষ্টা চালানো হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভাতিজার হাতে চাচা খুনের ঘটনায় মামলা আসামি ২০
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ