Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

শান্তর সেঞ্চুরি দুর্দান্ত জয়

| প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : প্রথম ম্যাচে ১৯০ রান তাড়ায় ধুঁকেছে ব্যাটিং। তবে আগের দিনের সেই ব্যাটিংকে যেন দূর অতীতে ঠেলে পাঠাল বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) দল। জ্বলে উঠল ব্যাটিং, সেঞ্চুরি করলেন নাজমুল হোসেন শান্ত। পরে বোলাররা দলকে এনে দিলেন বড় জয়। অস্ট্রেলিয়া সফরে দ্বিতীয় ম্যাচে নর্দান টেরিটরি (এনটি) আমন্ত্রিত একাদশকে ৭০ রানে হারিয়েছে বিসিবি এইচপি দল।
গতকাল ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডের এক নম্বর ভেন্যুতে ৫০ ওভারে ৭ উইকেটে ৩১৩ রান তোলে বিসিবি এইচপি। এনটি আমন্ত্রিত একাদশের জ্যাকব ডিকম্যানের সেঞ্চুরিতেও তারা তুলতে পারে ২৪৩ রান। আগের দিন ১ রানে আউট হওয় শান্ত এদিন করেছেন ১০১। জাতীয় দলে ফেরার লড়াইয়ে থাকা ওপেনার এনামুল হকের ব্যাট থেকে এসেছে ৫৮। আর প্রথম ম্যাচে না খেলা ইরফান শুক্কুর করেছেন ৬০। এনটি দলের ম্যাককেল নেন ৪ উইকেট। জবাবে ডিকম্যানের ১০৫ রানের পরও এনটি যেতে পারে ২৪৩ পর্যন্ত। বিসিবি এইচপির সাইফ উদ্দিন ৪ উইকেট নেন ৩৬ রানে। আরেক পেসার এবাদতের শিকার ২টি।
প্রথম ম্যাচে বিসিবি এইচপি জিতেছিল ১ উইকেটে। অস্ট্রেলিয়ায় এই ক্যাম্পে আরো তিনটি একদিনের ম্যাচ খেলবে বিসিবি এইচপি দল। আজ একই মাঠে তৃতীয় ম্যাচ।


সংক্ষিপ্ত স্কোর : বিসিবি এইচপি একাদশ : ৫০ ওভারে ৩১৩/৭ (নাজমুল হাসান শান্ত ১০১, ইরফান শুক্কুর ৬০, এনামুল হক বিজয় ৫৮; ড্যানিয়েল ম্যাকায়েল ৪/৫৬)।
নর্দার্ন টেরিটরি একাদশ : ৪৫.৩ ওভারে ২৪৩ (জ্যাকব ডিকম্যান ১০৫; সাইফউদ্দিন ৪/৩৬, এবাদত হোসাইন ২/৩৫)।
ফল : বিসিবি এইচপি একাদশ ৭০ রানে জয়ী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শান্ত

২৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ