প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভিনয়ে আর ফিরবেন না বলে গত বছর ঘোষণা দিয়েছেন এক সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী শান্তা ইসলাম। ১৮ বছর আগে নিজেরই পরিচালনায় তিনি সর্বশেষ একটি নাটকে অভিনয় করেছিলেন। পরে আর তাকে কোনো নাটকে অভিনয়ে দেখা যায়নি। একমাত্র ছেলে সৌমিককে মানুষের মতো মানুষ করা নিয়েই অভিনয় থেকে বিদায় নিয়েছেন। তবে অভিনয়ে না ফিরলেও একটি টিভি অনুষ্ঠান উপস্থাপনা করছেন। আরটিভিতে প্রচার চলতি ম্যাগাজিন অনুষ্ঠান ‘লাইফ ইজ বিউটিফুল’ উপস্থাপনা করছেন। শান্তা ইসলাম বলেন, আলহামদুলিল্লাহ, যেভাবে আছি ভালো আছি, সুখে আছি। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। নিজের মতো করে জীবনযাপন করছি। এর বেশি আর কিছু চাই না।’ উল্লেখ্য, শান্তা ইসলাম ১৯৮৫ সালে প্রথম টিভি নাটকে অভিনয় করেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটক হচ্ছে, ইতিকথা, রূপনগর, নিতু তোমাকে ভালোবাসি, মানুষ ইত্যাদি। শেখ নিয়ামত আলী’র ‘অন্য জীবন’ সিনেমায় অভিনয় করে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। বিটিভিতে তিনি প্রথম ‘বহুরূপী’ অনুষ্ঠানের উপস্থাপনা করেন। তার প্রথম নির্দেশিত নাটক ছিলো রিয়াজ ও পূর্ণিমা’কে নিয়ে ‘ওগো বধূ সুন্দরী’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।