Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছ’য়ে চোখ হারুনের

| প্রকাশের সময় : ৬ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ঈদুল ফিতরের ছুটি শেষে ফের শুরু হয়েছে জাতীয় হকি দলের এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্প। গতকাল মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে খেলোয়াড়রা রিপোর্ট করেছেন দলের প্রধান কোচ মাহবুব হারুনের কাছে। জাতীয় দলের জার্মান কোচ অলিভার কার্টজ বরখাস্ত হওয়ার পর হকি ফেডারেশন মাহবুব হারুনের কাঁধে দায়িত্ব দিলে ঈদের আগে তিনি একদিন ক্যাম্পে গিয়েছিলেন। সেদিন খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হলেও হারুন অনুশীলন করাননি। মুলত তার অধীনে কালই প্রথম অনুশীলনের কথা ছিলো। কিন্তু এদিন কোচ মাঠের অনুশীলন শুরু না করে রিপোর্টিংয়ের পর খেলোয়াড়দের ব্রিফ করেছেন শুধু। আজ থেকে শিষ্যদের নিয়ে মাঠে নামবেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
আগামী ১২ অক্টোবর ঢাকার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুরু হচ্ছে এশিয়া কাপ হকির খেলা। চলবে ২২ অক্টোবর পর্যন্ত। এ আসরে খেলছে আটটি দেশ। এগুলো হলো- স্বাগতিক বাংলাদেশ, ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, চীন, জাপান, ওমান ও মালয়েশিয়া। ঘরের মাঠে বড় এই টুর্নামেন্টে ভালো করার লক্ষ্যে গত ২৯ মে ৪০ খেলোয়াড়কে প্রাথমিক ক্যাম্পে ডাকে বাংলাদেশ হকি ফেডারশন। যেখানে ছিলেন না দেশসেরা ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমি, মিডফিল্ডার কামরুজ্জামান রানা, কৃষ্ণ কুমার ও ইমরান হাসান পিন্টু। তবে জার্মানীতে কন্ডিশনিং ক্যাম্পে এই চার সিনিয়র খেলোয়াড়রাও গিয়েছিলেন। জার্মানীর বাটকুজনা ক্লাবের সঙ্গে ওই চারজনসহ বিভিন্ন পদ্ধতিতে অনুশীলন করেছেন বাংলাদেশের ১০ সিনিয়র খেলোয়াড়। প্রায় ৪০ দিনের ক্যাম্প শেষে গত মঙ্গলবার মামুনুর রহামন চয়ন, রাসেল মাহমুদ জিমি, রাব্বি ও গোলরক্ষক রাসেল ফিরলেও ছয়জন এখনো আসেননি। এরা হলেন- ইমরান হাসান পিন্টু, অসীম গোপ, কৃষ্ণ কুমার দাস, কামরুজ্জামান রানা, আশরাফুল ইসলাম ও দ্বীন ইসলাম ইমন। এরা ছাড়াও কয়েকজন খেলোয়াড় জ্বরে আক্রান্ত। আবার কয়েকজন মুঠোফোনে কোচকে জানিয়েছেন আজ ক্যাম্পে যোগ দেবেন।
এশিয়া কাপের ক্যাম্পে বেশিরভাগই তরুণ খেলোয়াড়। জিমিকে ডাকা হয়নি শৃঙ্খলাভঙ্গের অভিযোগে। পারফরম্যান্সের বিচারে বাদ পড়েছেন কয়েকজন সিনিয়র খেলোয়াড়। টুর্নামেন্ট টার্ফে গড়াতে বাকি তিন মাসেরও বেশি সময়। কোচ হারুন এই সময়কে পর্যাপ্তই মনে করছেন। তবে তার ইচ্ছা খেলোয়াড়দের অনুশীলনের পাশপাশি বিদেশি দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলা। তিনি বলেন, ‘আমি ফেডারেশনের সাধারণ সম্পাদকের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। এক মাস পর আমরা ভারতে যাবো প্রস্তুতি ম্যাচ খেলতে। সেখানে ৪/৫ টি ম্যাচ খেলার পর সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে মালয়েশিয়া গিয়ে কয়েকটি ম্যাচ খেলতে পারলেই আমাদের প্রস্তুতি ভালো হবে। এশিয়ার হকি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান ৮মস্থানে। মাহবুব হারুন চান আরেকটু ভালো অবস্থানে দলকে নিয়ে যেতে। তার ইচ্ছা বাংলাদেশকে ষষ্ঠস্থানে নিয়ে যাওয়া। এই অবস্থানে থেকে টুর্নামেন্ট শেষ করতে পারলে পরবর্তী এশিয়া কাপের বাছাই পর্ব খেলতে হবে না বাংলাদেশকে। তরুণ দল নিয়ে বাংলাদেশ ষষ্ঠস্থান পাবে কী না? এমন প্রশ্নে হারুন কিছুটা সময় নিয়ে বলেন,‘ ক্যাম্পের বাইরে থাকা আরো কয়েকজন খেলোয়াড়কে দলে নিতে চাই আমি। ক্যাম্প শুরুর পর আমার যে দুই সহকারী আছেন তাদের কাছ থেকে ১৫ দিন অনুশীলনের রিপোর্ট নেবো। তারপর সিলেকশন কমিটির সঙ্গে বসবো আরো কাউকে ক্যাম্পে নেয়া যায় কিনা এ বিষয়ে আলোচনা করতে। তবে কারো বিরুদ্ধে শৃঙ্খলার ভঙ্গের অভিযোগ থাকলে সেটা ফেডারেশন দেখবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হারুন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ