Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় শোক দিবস উপলক্ষে নিজ এলাকায় ৮ দিনের সফরে বিএইচ হারুন এমপি

রাজাপুর ( ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২২, ৭:২৯ পিএম

ঝালকাঠি-১(রাজাপুর-কাঠালিয়া) সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সদস্য, বাংলাদেশ-সৌদি আরব সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি বজলুল হক হারুন এমপি শনিবার (১৩ আগস্ট)৮ দিনের সরকারি সফরে নিজ এলাকায় আসছেন। তিনি শনিবার (১৩ আগস্ট) সকাল ৬ টা ঢাকার বনানীস্থ বাসভবন থেকে সড়কপথে ঝালকাঠির উদ্দেশ্যে যাত্রা করে নিজ এলাকায় এসে পৌছবেন। ঐ দিন সন্ধায় তার নির্বাচনী এলাকা রাজাপুর কাঠালিয়ার দলীয় নেতা কর্মীদের সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরঁ ৪৭তম শাহাদত বার্ষিকী ও 'জাতীয় শোক দিবস-২০২২' যথাযোগ্য মর্যাদায় পালন প্রসঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন। সফরকালিন সময়ে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের জাতীয় শোক দিবস বিভিন্ন অনুষ্ঠান ছাড়াও রাজাপুর কাঠালিয়ার উপজেলা প্রশাসন, সরকারি কলেজ, ইসলামিক মিশন হাসপাতাল, ইসলামিক কমপ্লেক্স সহ তার নির্বাচনী এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে যোগ দিবেন। এছাড়াও তিনি ১৬ আগষ্ট তার নির্বাচনী এলাকা রাজাপুর কাঠালিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন সহ চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন ১৮ আগষ্ট বৃহস্পতিবার রাজাপুর উপজেলা পরিষদ অডিটরিয়মে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর আলোচনা সভায় যোগ দিবেন। ২০ আগষ্ট ঢাকার উদ্দেশ্যে নিজ এলাকা ত্যাগ করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএইচ হারুন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ