রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চট্টগ্রামের পটিয়ার প্রবীন সাংবাদিক দৈনিক পূর্বকোণ ও দৈনিক ইত্তেফাকের পটিয়া প্রতিনিধি ও পটিয়া প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ ছিদ্দিকী (৬১) গতকাল রোববার সকাল সাড়ে ৭টায় নিজ গৃহে ইন্তেকাল করেন, ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী এক ছেলে এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তিনি পটিয়ার উজিরপুর গ্রামে মরহুম ডা. কবির আহমদের বড় ছেলে। দীর্ঘদিন সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সাথে সক্রিয়ভাবে কাজ করেন। গতকাল বাদ আছর মরহুমের জানাজা পটিয়া জঙ্গলখাইন কৃষি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় সাংবাদিক সংগঠন, রাজনীতিবিদ, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মরহুমের মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আ.লীগের সভাপতি মোছলেম উদ্দীন আহমদ এমপি, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, পটিয়া চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, মেয়র আইয়ুব বাবুল, পটিয়া আ.লীগ সভাপতি আ.ক.ম. সামশুজ্জামানসহ বিভিন্ন সংগঠন থেকে গভীর শোক প্রকাশ করে তার আত্মার মাগফেরাত কামনা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।