Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জঙ্গী দমনে রাজনৈতিক সমঝোতার বিকল্প নেই -বদিউল আলম মজুমদার

| প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, জঙ্গিবাদ মোকাবিলার জন্য দরকার রাজনৈতিক সমঝোতা। সরকারের একার পক্ষে জঙ্গিবাদ মোকাবিলা সম্ভব নয়। এজন্য সরকার, বিরোধী রাজনৈতিক দলসহ দলমত নির্বিশেষে সকলের সম্মিলিত প্রয়াস দরকার। গতকাল শনিবার গুলশান হলি আর্টিসানে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, হলি আর্টিসানে জঙ্গি হামলায় আমরা মর্মাহত, শোকাহত। পাশাপাশি আমরা ক্ষুব্ধ যে, নিরাপরাধ হলি আর্টিজানে দেশি বিদেশি নাগরিকদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। এমন ঘটনার নেপথ্যের কারিগরদের কোনোভাবে বরদাশত করা যায় না। ড. মজুমদার বলেন, দেশে জঙ্গিবাদ এখন নির্দিষ্ট গÐির মধ্যে সীমাবদ্ধ নেই। শুধু মাদরাসার শিক্ষার্থী নয়, এখন ও লেভেল পড়ুয়া কিংবা উচ্চ শিক্ষিতরা জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে। আগে শুধু গরিবদের ধারণা করা হতো জঙ্গিবাদে জড়াচ্ছে। তা নয় এখন ধনাঢ্য পরিবারের সদস্যদেরও দেখা যাচ্ছে জঙ্গিবাদে জড়াতে। হলি আর্টিজানে হামলায় অংশ নেয়া জঙ্গিদের প্রোফাইল তাই বলে। সুতরাং এ সমস্যা আরও প্রকট হওয়ার আগে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে। জঙ্গিবাদে সমূলে উৎপাটিত করতে হলে রাজনৈতিক সমঝোতার বিকল্প নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জঙ্গী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ