Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্ত্রাসী আর জঙ্গী দমনে সামাজিক প্রতিরোধ গড়তে হবে -ডিআইজি খুলনা

প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

মাগুরা জেলা সংবাদদাতা : সন্ত্রাসী আর জঙ্গী হামলা সামাজিক সমস্যা। আর এ সমস্যা সমাধানে সমাজের মানুষকে কাজে লাগাতে হাবে। শনিবার দুপুরে খুলনা রেঞ্জের ডিআইজি এস.এম মনির-উজ-জামান বিপিএম মাগুরা ভায়না মোড়ে মাগুরা জেলা পুলিশ আয়োজিত জঙ্গীবাদও সন্ত্রাসবিরোধী এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এ সময় তিনি এখানে একটি পুলিশ বক্সের উদ্বোধন করেন। মাগুরার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহের পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, নড়াইলের পুলিশ সুপার রফিকুল ইসলাম। মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম-এর উপস্থাপনায় উক্ত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক পংকজ কুমার কু-ু, জেলা পরিষদ প্রশাসক এড. একেএম শরিফুল ইসলাম সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় প্রমুখ। ডিআইজি বলেন, মানুষকে কাজে লাগানোর জন্যে জনগণের মনোবল বৃদ্ধির উদ্যোগ নেয়া হয়েছে। তাদের মধ্যে দেয়া হচ্ছে বাঁশের লাঠি আর বাঁশি। এসব পেয়ে জনগণ বর্তমানে অনুপ্রাণিত। পুলিশের পাশাপাশী এলাকার সক্রিয় জনতা যেকোনো সন্ত্রাসী ও জঙ্গী হামলা প্রতিহত করতে সক্ষম। মাগুরা পুলিশ সর্ব প্রথমে এ উদ্যোগ গ্রহণ করায় প্রসংশা করে বলেন, কৌশল উদ্ভাবন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নতুন নতুন কৌশল উদ্ভাবন এবং জনগণ সক্রিয় হলে সকল সমস্যা সমাধান সম্ভব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সন্ত্রাসী আর জঙ্গী দমনে সামাজিক প্রতিরোধ গড়তে হবে -ডিআইজি খুলনা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ