Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জঙ্গী হামলার বিরুদ্ধে সাতক্ষীরায় মতবিনিময় সভা

প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা ঃ দেশব্যাপী জঙ্গী হামলা ও নাশকতার বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরা জেলা ১৪ দলের এক মতবিনিময় সভা বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জেলা ১৪ দলের আহবায়ক মুনসুর আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য ও ১৪ দলের জেলা সদস্য সচিব এড. মুস্তফা লুৎফুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু আহমেদ প্রমুখ। বক্তারা জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ রুখতে পারিবারিক পর্যায়ে সচেতনতার ওপর গুরুত্বারোপ করে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এ দেশে জঙ্গীবাদের কোন স্থান নেই। তারা বলেন, গণতান্ত্রিক ধারাকে বিঘিœত করতে মৌলবাদী গোষ্ঠী ষড়যন্ত্র করে যাচ্ছে। এ ধারা অব্যাহত আছে। এর ধারাবাহিকতায় তারা বিভিন্ন স্থানে জঙ্গী হামলা চালাচ্ছে। এসব রুখতে জেলা, উপজেলা, ইউনিয়ন এমনকি ওয়ার্ডে কমিটি গঠন করা হবে। তৃণমূল পর্যায়ে সকল শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ করে জঙ্গীবাদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জঙ্গী হামলার বিরুদ্ধে সাতক্ষীরায় মতবিনিময় সভা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ